ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৬: ৩৫
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৬: ৪৭

সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। কিংস অ্যারেনায় প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।

বৃষ্টি হওয়ায় মাঠের অবস্থা মোটেও ভালো ছিল না। পানির সাথে কাঁদা জমে যাওয়ায় খেলার মতো অবস্থা ছিল না। এরপরও নির্ধারিত সময়েই শুরু হয় বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচ।

বিজ্ঞাপন

ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে কৃষ্ণা রানীর শট ঠেকান ভুটানের গোলরক্ষক। ফিরতি বল পেয়ে ঠিকানা খুঁজে নেন শান্তি মার্ডি।

প্রথমার্ধের বাকি সময় উভয় দলই প্রতিপক্ষের শিবিরে আক্রমণ চালিয়েছে। কিন্তু গোলপোস্টের সামনে গিয়ে সব আক্রমণে থমকে যায়। ফরওয়ার্ডদের সামনে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টির পানি এবং কাঁদা। সব মিলিয়ে প্রথমার্ধে আর কোনো দল জালে বল জড়াতে পারেনি।

বিরতির পর অতিবাতিহ হয়েছে লম্বা সময়। কিন্তু বৃষ্টির কারণে মাঠে খেলা গড়াচ্ছে না। যেভাবে থেমে থেমে বৃষ্টি পড়ছে তাতে এই ম্যাচের ভাগ্যে কি আছে সেটা বলা মুশকিল।

সাফের এই বয়সভিত্তিক নারী টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয় দারুণ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করে আফঈদা খন্দকারের দল। দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারায় স্বাগতিকরা।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত