নারী ফুটবলে সহায়তা

বাংলাদেশ সফরে আসছেন ইনফান্তিনো

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১৪: ১৭
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৫: ২৮

নারী ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আগামী মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ফেসবুক পেইজ থেকে বিষয়টি জানানো হয়েছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে সম্প্রতি সুইজারল্যান্ড সফর করেন মুহাম্ম্দ ইউনুস। বুধবার দাভোসে সেই সভার এক ফাঁকে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

সেই সাক্ষাতে প্রধান উপদেষ্টা ইনফান্তিনোর কাছে বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে বিভিন্ন সহায়তা চান। বিমুখ করেননি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। একই সঙ্গে ক্রীড়াঙ্গনকে নিরপেক্ষ করার জন্য ইউনুসের প্রশংসা করেন তিনি।

মুহাম্মদ ইউনুসকে ইনফান্তিনো বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশ সফরে যাব।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত