যুক্তরাষ্ট্রে মজিবুরের পদক জয়

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২২: ০৫
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২২: ১৬
বাংলাদেশের ভারোত্তোলক মজিবুর রহমান (বাঁয়ে)

আমেরিকার লাস ভেগাসে চলমান বিশ্ব মাস্টার্স ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন বাংলাদেশের ভারোত্তোলক মজিবুর রহমান। ৮০ বছর ঊর্ধ্ব ক্যাটাগরিতে ৭১ ওজন শ্রেণিতে রৌপ্যপদক জিতেছেন তিনি।

বিজ্ঞাপন

কয়েক মাস আগে কাতারের দোহায় এশিয়ান ভারোত্তোলন মাস্টার্সে স্বর্ণপদক জিতেছিলেন এই বয়সি ভারোত্তোলক। মজিবুর ৮৩ বছর বয়সেও অবলীলায় ভার তুলছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে পদক অর্জন করছেন। দেশের ভারোত্তোলনে পরিচিত মুখ মজিবুর।

পাঁচ যুগেরও বেশি সময় তিনি ভারোত্তোলনের সঙ্গেই রয়েছেন। বয়স ৮০ পেরিয়ে গেলেও এখনো নিজে ভার তোলেন আবার ভারোত্তোলন শেখান। ফুটবল ও ক্রিকেটের ভিড়ের মধ্যে নিজে গাজীপুরে গড়ে তুলেছেন ভারোত্তোলন একাডেমি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত