আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুয়েস্তা এখন শতাব্দীর সর্বকনিষ্ঠ কোচ

স্পোর্টস ডেস্ক
কুয়েস্তা এখন শতাব্দীর সর্বকনিষ্ঠ কোচ

গত সপ্তাহে ক্রিশ্চিয়ান চিভু পদত্যাগ করার পর থেকেই শূন্য ছিল পারমার প্রধান কোচের পদটি। সে শূন্য পদে কার্লোস কুয়েস্তাকে বসিয়েছে ইতালিয়ান সিরি’এর ক্লাবটি। তাতেই প্রায় এক শতাব্দীর মধ্যে ইতালির শীর্ষ লিগের সর্বকনিষ্ঠ কোচ বনে গেছেন ২৯ বছর বয়সী কুয়েস্তা।

পারমার সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন কুয়েস্তা। চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগ থাকছে এই স্প্যানিশ কোচের সামনে। এমনটাই জানানো হয়েছে পারমার পক্ষ থেকে। এর আগেও ইতালিতে কোচিং করিয়েছেন তিনি। দুই বছর জুভেন্টাস অনূর্ধ্ব-১৭ দলের সহকারী কোচ ছিলেন কুয়েস্তা। এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদের যুব দলগুলোর সাথেও কাজ করেছেন তিনি।

বিজ্ঞাপন

ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ পর্যায়েও কাজ করার দারুণ অভিজ্ঞতা আছে কুয়েস্তার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে গত পাঁচ বছর সহকারী কোচের ভূমিকায় ছিলেন তিনি। যদিও প্রথমবারের মতো প্রধান কোচ হিসেবে দেখা যাবে তাকে।

ইতালির শীর্ষ লিগের দ্বিতীয় সর্বকনিষ্ঠ কোচ বনে গেছেন কুয়েস্তা। এই তালিকায় সবার ওপরে আছেন এলিও লোসচি। ১৯৩৯ সালে ট্রিয়েস্টিনার খেলোয়াড় কাম কোচ হিসেবে অভিষেকের সময় তার বয়স ছিল ২৯ বছর, ৯ মাস, ২০ দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন