
স্পোর্টস ডেস্ক

বায়ার্ন মিউনিখের শুরুটা হয়েছে দাপুটে জয়ে। ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অকল্যান্ড সিটিকে রীতিমতো বিধ্বস্ত করেছে বাভারিয়ানরা। গত বছর ওশেনিয়া চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে বৈশ্বিক আসরে এসে নিউজিল্যান্ডের ক্লাবটি মুখোমুখি হয়েছে কঠিন বাস্তবতার। অপেশাদার ক্লাবটি বায়ার্নের কাছে উড়ে গেছে ১০-০ গোলে। দুরন্ত সেই জয়ের সুখস্মৃতি নিয়ে আজ শনিবার ফের মাঠে নামছে জার্মান জায়ান্ট ক্লাবটি। সকাল ৭টায় হ্যারি কেইনদের প্রতিপক্ষ বোকা জুনিয়র্স।
দারুণ এক সুযোগ হাতছানি দিয়ে ডাকছে কোচ ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো রাউন্ডের টিকিট কেটে ফেলতে পারে। তবে তার আগে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব বোকা জুনিয়র্সকে অবশ্যই হারাতে হবে। সুযোগটা কাজে লাগাতে হলে হার্ড রক স্টেডিয়ামে যে করেই হোক শেষ হাসি হাসতেই হবে তাদের। ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসে নিজেদের গ্রুপ ‘সি’র দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই জার্মান চ্যাম্পিয়নদের সামনে। তবে এখানেও কথা আছে, বেনফিকা-অকল্যান্ড ম্যাচ অবশ্যই অমীমাংসিত থাকতে হবে।
এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বায়ার্ন। আজ জিততে পারলে তাদের সংগ্রহ দাঁড়াবে ৬ পয়েন্ট। আর বেনফিকার সঙ্গে ২-২ গোলে ড্র করে তৃতীয় স্থানে রয়েছে বোকা জুনিয়র্স। আর্জেন্টাইন ক্লাবটির পুঁজি মাত্র এক পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে পর্তুগিজ টিম বেনফিকা। আর তলানিতে পড়ে রয়েছে অকল্যান্ড সিটি।
অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড মোকাবিলা করবে মামেলোদি সানডাউনসকে। দক্ষিণ আফ্রিকার ক্লাবটির বিপক্ষে জার্মান জায়ান্ট ডর্টমুন্ড খেলবে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের সিনসিনাটির টিকিউএল স্টেডিয়ামে। দুদলের ম্যাচ হবে রাত ১০টায়। আর ইন্টার মিলান মুখোমুখি হবে উরাওয়া রেডসের। জাপানিজ প্রতিপক্ষের বিপক্ষে মিলানের নামিদামি ক্লাবটি লড়াই করবে ওয়াশিংটনের লুমেন ফিল্ডে। ম্যাচটি মাঠে গড়াবে রাত ১টায়। রোববার ভোর ৪টায় ব্রাজিলের ফ্লুমিনেস প্রতিদ্বন্দ্বিতা করবে দক্ষিণ কোরিয়ান টিম উলসানের।
 মুখোমুখি
বায়ার্ন মিউনিখ-বোকা জুনিয়র্স
মামেলোদি ডানডাউনস-বরুশিয়া ডর্টমুন্ড
ইন্টার মিলান-উরাওয়া রেডস
ফ্লুমিনেস-উলসান

বায়ার্ন মিউনিখের শুরুটা হয়েছে দাপুটে জয়ে। ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অকল্যান্ড সিটিকে রীতিমতো বিধ্বস্ত করেছে বাভারিয়ানরা। গত বছর ওশেনিয়া চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে বৈশ্বিক আসরে এসে নিউজিল্যান্ডের ক্লাবটি মুখোমুখি হয়েছে কঠিন বাস্তবতার। অপেশাদার ক্লাবটি বায়ার্নের কাছে উড়ে গেছে ১০-০ গোলে। দুরন্ত সেই জয়ের সুখস্মৃতি নিয়ে আজ শনিবার ফের মাঠে নামছে জার্মান জায়ান্ট ক্লাবটি। সকাল ৭টায় হ্যারি কেইনদের প্রতিপক্ষ বোকা জুনিয়র্স।
দারুণ এক সুযোগ হাতছানি দিয়ে ডাকছে কোচ ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো রাউন্ডের টিকিট কেটে ফেলতে পারে। তবে তার আগে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব বোকা জুনিয়র্সকে অবশ্যই হারাতে হবে। সুযোগটা কাজে লাগাতে হলে হার্ড রক স্টেডিয়ামে যে করেই হোক শেষ হাসি হাসতেই হবে তাদের। ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসে নিজেদের গ্রুপ ‘সি’র দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই জার্মান চ্যাম্পিয়নদের সামনে। তবে এখানেও কথা আছে, বেনফিকা-অকল্যান্ড ম্যাচ অবশ্যই অমীমাংসিত থাকতে হবে।
এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বায়ার্ন। আজ জিততে পারলে তাদের সংগ্রহ দাঁড়াবে ৬ পয়েন্ট। আর বেনফিকার সঙ্গে ২-২ গোলে ড্র করে তৃতীয় স্থানে রয়েছে বোকা জুনিয়র্স। আর্জেন্টাইন ক্লাবটির পুঁজি মাত্র এক পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে পর্তুগিজ টিম বেনফিকা। আর তলানিতে পড়ে রয়েছে অকল্যান্ড সিটি।
অন্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড মোকাবিলা করবে মামেলোদি সানডাউনসকে। দক্ষিণ আফ্রিকার ক্লাবটির বিপক্ষে জার্মান জায়ান্ট ডর্টমুন্ড খেলবে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের সিনসিনাটির টিকিউএল স্টেডিয়ামে। দুদলের ম্যাচ হবে রাত ১০টায়। আর ইন্টার মিলান মুখোমুখি হবে উরাওয়া রেডসের। জাপানিজ প্রতিপক্ষের বিপক্ষে মিলানের নামিদামি ক্লাবটি লড়াই করবে ওয়াশিংটনের লুমেন ফিল্ডে। ম্যাচটি মাঠে গড়াবে রাত ১টায়। রোববার ভোর ৪টায় ব্রাজিলের ফ্লুমিনেস প্রতিদ্বন্দ্বিতা করবে দক্ষিণ কোরিয়ান টিম উলসানের।
 মুখোমুখি
বায়ার্ন মিউনিখ-বোকা জুনিয়র্স
মামেলোদি ডানডাউনস-বরুশিয়া ডর্টমুন্ড
ইন্টার মিলান-উরাওয়া রেডস
ফ্লুমিনেস-উলসান


এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর ছুটিতে গেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই গত বৃহস্পতিবার থেকে ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ঢাকায় না থাকলেও কোচ কাবরেরার ছকেই দলের অনুশীলন হচ্ছে বলে জানালেন সহকারী কোচ হাসান আল মামুন।
২ ঘণ্টা আগে
প্রথম দুই টি-টোয়েন্টিতে আগেই হার মেনেছিল বাংলাদেশ। এবার শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতেও মিলল না সান্ত্বনার জয়। ছন্দটা ধরে রেখে এবারও জিতল ওয়েস্ট ইন্ডিজ। জয়টা এসেছে ৫ উইকেটে- ১৯ বল হাতে রেখেই।
২ ঘণ্টা আগে
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়া বিদায় নিতেই অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ম্যাচশেষে হিলি জানান, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ। সে হিসাবে পরবর্তী বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন এই অজি তারকা।
২ ঘণ্টা আগে
আগামী ১৮ নভেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। এরই মধ্যে দুদলেরই বাছাই পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে। মূল পর্বের আশা শেষ হয়ে গেলেও আসন্ন ম্যাচটি বাড়তি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ও ভারতের কাছে। এ ম্যাচটি ঘিরে উন্মাদনা তৈরি হচ্ছে।
৩ ঘণ্টা আগে