এশিয়া কাপ হকি

পাকিস্তানকে ভিসা দিচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৪: ০০
পাকিস্তান হকি টিম , ছবি: ফেসবুক

আগামী আগস্টে ভারতের মাটিতে বসতে যাচ্ছে এশিয়া কাপ হকি। মহাদেশীয় এ টুর্নামেন্টে পাকিস্তান অংশ নেবে, এটা ঠিক মানতে পারছিলেন না ভারতের হকি কর্মকর্তারা। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে চির বৈরী দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্প্রতি ঘটে গেছে হামলা-পাল্টা হামলার ঘটনা। তাতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে। যার প্রভাব পড়েছিল এশিয়ান হকির ওপর। আসরে অংশগ্রহণের জন্য পাকিস্তানকে ভিসা দিতে রাজি হচ্ছিল না ভারত সরকার।

শেষে কোনো উপায়ান্তর না দেখে আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) দ্বারস্থ হয়েছিল পাকিস্তান। হকি দুনিয়ার এ অভিভাবক সংস্থাটি কড়া নির্দেশ দেওয়ায় অবশেষে পাকিস্তানকে ভিসা দিতে রাজি হয়েছে ভারত সরকার। শুধু তাই নয় পাকিস্তানের হকি দলকে ভিসা দেওয়ার প্রক্রিয়াও এরই মধ্যে শুরু করেছে দেশটির সরকার। আগামী নভেম্বরে ভারতের মাটিতে হবে জুনিয়র হকি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্যও পাকিস্তান হকি টিমকে ভিসা দেওয়ার কার্যক্রম শুরু করেছে ভারত।

পাকিস্তানকে ভিসা না দিলে হকির দুনিয়ায় নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়ত ভারত। আগামী এক যুগের মধ্যে কমনওয়েলথ গেমস ও অলিম্পিক গেমস আয়োজন করার পরিকল্পনা সাজাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটি। এক্ষেত্রে তাদের পরিকল্পনা বড় ধরনের হোঁচট খেত।

দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের সূত্র বলছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের হকি খেলোয়াড়দের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বিষয়টি আয়োজক ফেডারেশন হকি ইন্ডিয়াকে (এইচআই) জানানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিদ্ধান্তটি নেওয়া হয়েছে অলিম্পিক চার্টার অনুসরণ করে, যা খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার বাধ্যবাধকতা রয়েছে। ভারত যদি হকির দুই টুর্নামেন্টে পাকিস্তান দলের অংশগ্রহণ অনুমোদন না দিত, তাহলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কর্তৃপক্ষের শাস্তির খড়গ চেপে বসত ভারতের ক্রীড়াঙ্গনের কাঁধে।

বিহারের রাজগিরে হকি এশিয়া কাপ হবে আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর তামিলনাড়ুর মাদুরাইতে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত হবে হকি জুনিয়র বিশ্বকাপ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত