সিডনি টেস্ট জিতে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯: ৩৭

সিডনি টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ৩-১ ব্যবধানে বর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নিলো প্যাট কামিন্স অ্যান্ড কোং। ২৯৫ রানের বড় জয়ে সিরিজ শুরু করে সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটের বড় জয় তুলে নেয় অজিরা।

বিজ্ঞাপন

সিরিজের তৃতীয় ম্যাচ ড্র হয়। এরপর শেষ দুই টেস্টে টানা জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। সিডনি টেস্টে জয়ের জন্য তাদের ১৬২ রানের লক্ষ্য দেয় ভারত। মামুলি লক্ষ্য তাড়ায় ৫৮ রানে স্যাম কনস্টাস, মার্নাস লাবুশান ও স্টিভ স্মিথকে হারায় স্বাগতিকরা। বিদায় হওয়া ৩ জনের মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন কনস্টাস। এ ছাড়া লাবুশান ও স্মিথের ব্যাট থেকে আসে যথাক্রমে ৬ ও ৪ রান।

চতুর্থ উইকেটে গুরুত্বপূর্ণ ৪৬ রান যোগ করেন উসমান খাজা ও ট্রাভিস হেড। ব্যক্তিগত ৪১ রানে খাজা বিদায় নেন। এরপর নিরবচ্ছিন্ন ৫৮ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন হেড ও বু ওয়েবস্টার। হেড ৩৪ ও ওয়েবস্টার ৩৯ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৮৫/১০ ও ১৫৭/১০

অস্ট্রেলিয়া: ১৮১/১০ ও ১৬২/৪

ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত