শেষটা জয়ে রাঙিয়েই উদযাপন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১২: ০০

ইয়াঙ্গুনে চলমান বাছাই পর্বে এক ম্যাচ হাতে রেখেই এএফসি এশিয়ান কাপ নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামীকাল ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে তারা। ম্যাচটিতে জয় তুলে নিয়েই এশিয়ান কাপে যাওয়ার আনন্দ উদযাপন করতে চান নারী ফুটবলাররা।

গতকাল মিয়ানমার থেকে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় নারী দলের ডিফেন্ডার শিউলি আজিম বলেন, ‘আমাদের একটা লক্ষ্য ছিল যে, এবার আমরা আসলে সবাই যদি চাই, আমরা নিজে নিজেদের হৃদয় থেকে চাই এবং খেলি, তাহলে আমরা কোয়ালিফাই করতে পারব। আমাদের এখনো একটি ম্যাচ বাকি আছে। আমরা এখনো ওইভাবে পুরোপুরি সেলিব্রেশন করিনি। আমরা এখনো এটা রেখে দিয়েছি। লাস্ট ম্যাচ শেষ করে তারপর আমরা পুরোপুরি সেলিব্রেশন করব।’

অন্যদিকে, নারী দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘আমরা যে এত দিন ধরে কষ্ট করেছি, সেটারই একটা ফসল আমরা একটা ইতিহাস গড়েছি। তবে আমাদের আরেকটা ম্যাচ আছে। এই ম্যাচটিকেও আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা ম্যাচটি জিতে উদযাপন করতে চাই।’

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত