টেস্টের পর ভারতের ওয়ানডে নেতৃত্বেও গিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ২১: ২৪
শুভমান গিল

রোহিত শর্মার বদলে ভারতের ওয়ানডে অধিনায়ক হয়েছেন শুভমান গিল। একদিনের ক্রিকেটে তার সহঅধিনায়ক হয়েছেন শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ থেকেই নতুন দায়িত্ব পালন করবেন গিল। সিরিজটি সামনে রেখে গিলকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২৬ বছরের গিল এর আগেই ভারতের টেস্ট দলের নেতৃত্ব পান আর টি-টোয়েন্টিতে রয়েছেন সহঅধিনায়ক হিসেবে।

বিজ্ঞাপন

দীর্ঘদিনের বিরতি শেষে জাতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। গত মার্চে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর প্রথম ভারতের হয়ে খেলতে যাচ্ছেন কোহলি ও রোহিত। দুজন এখন থেকে ভারতের ওয়ানডে দলে খেলবেন শুধু ব্যাটসম্যান হিসেবে। ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ার মাঠে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুদল। এ সংস্করণের জন্যও দল দিয়েছে বিসিসিআই।

চ্যাম্পিয়নস ট্রফিজয়ী ভারতের ১৫ জনের দল থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত ও যশপ্রীত বুমরাহ। তাদের বদলে ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন নীতিশ কুমার, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিধ কৃঞ্চা, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল।

ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বুমরাহ। এশিয়া কাপজয়ী ভারতের টি-টোয়েন্টি দলে একটি বদল এনেছে ভারত। অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি দলে হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে নেওয়া হয়েছে নীতিশ কুমারকে।

ভারতের ওয়ানডে দল : শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহঅধিনায়ক), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) ও যশস্বী জয়সওয়াল।

ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং ও ওয়াশিংটন সুন্দর।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত