বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৫ শুরু হচ্ছে ১৬ ডিসেম্বর। বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশের অ্যামেচার গলফারদের লড়াই বসবে ‘হোম অব গলফ’ কুর্মিটোলা গলফ কোর্সে। মহান বিজয় দিবসে এই টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ গলফ ফেডারেশন, পাওয়ার্ড বাই ভিভো বাংলাদেশ। এ আসরে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের ৩৯তম আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটান। ইতোমধ্যে পাকিস্তান, আফগানিস্তানসহ অধিকাংশ দেশের গলফাররা ঢাকায় পৌঁছেছেন।
বাংলাদেশের কোচ নাদিম হোসেন সোহেলের চোখ শিরোপা জয়ে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে তিনি বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। অনেক দিন থেকেই গলফাররা কঠোর অনুশীলন করছেন। এটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। অনেক বিদেশি গলফার থাকবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে এ কথা বলতে পারি, নারী এবং পুরুষ দুই বিভাগেই আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে।’

