সিডনি টেস্ট: প্রথম দিনটা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১৪: ২৬
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৪: ৪০

সিডনি টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয় ভারত। জবাবে ৯ রানে ১ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

ভারতের ছোট লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে জাসপ্রিত বুমরাহ'র করা তৃতীয় ওভারের শেষ বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন উসমান খাজা। প্যাভিলিয়নের পথ ধরার আগে ২ রান করেন এই তারকা ওপেনার। সঙ্গে সঙ্গেই দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা। ৭ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন স্যাম কনস্টাস।

এর আগে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে টস জেতা ভারত। অফফর্মের কারণে সিডনি টেস্টের একাদশে নেই রোহিত শর্মা। এই তারকা ক্রিকেটারের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন লোকেশ রাহুল। তাতে অবশ্য কাজের কাজ হয়নি। দলীয় ১১ রানেই বিদায় নেন রাহুল। ৪ রান করেন এই ওপেনার। দলীয় ১৭ রানে জয়সওয়ালও ফিরে যান। সে ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি গৌতম গম্ভীরের শিষ্যরা।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন পন্ত। ২৬ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। ২২ রান করেন অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। শুভমান গিল করেন ২০ রান। ৩১ রানে ৪ উইকেট নেন স্কট বোল্যান্ড। ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ৪৯ রান খরচ করেন তিনি। এছাড়া প্যাট কামিন্সের শিকার ২টি।

এমবি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত