আর্চারের গতির ঝড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৬: ১১
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৬: ১৮

লর্ডস টেস্টের দ্বিতীয় দিন শেষে সমানে সমান ইংল্যান্ড ও ভারত। এমন দিনে গতির ঝড় তুলে আলাদাভাবে নজর কেড়েছেন জোফরা আর্চার। করেছেন টেস্ট ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ গতির ওভার।

ভারতের ইনিংসের ৭৩তম ওভারে গড়ে ১৪৮ কিলোমিটার গতিতে বল ছুঁড়েছেন আর্চার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় ইংল্যান্ড ক্রিকেট বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

ওই ওভারে আর্চারের করা ছয়টি বলের গতি ছিল যথাক্রমে ১৫০, ১৫০, ১৪৯, ১৪৬, ১৪৮ ও ১৪৮ কিলোমিটার। এর আগে ইনিংসের ৭১তম ওভারেও ভারতীয় ব্যাটারদের ওপর তোপ দাগেন আর্চার। সে ওভারে ১৫০, ১৪৭, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫০ কিলোমিটার গতিতে বল করেন আর্চার।

সব মিলিয়ে প্রথম ইনিংসে ২৩.২ ওভার বল করেন আর্চার। ৫২ রানের বিনিময়ে দুই ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান এই ডানহাতি পেসার। লর্ডস টেস্ট দিয়ে ৪ বছর পর এই সংস্করণে খেলতে নেমেছেন আর্চার। প্রত্যাবর্তনের প্রথম ইনিংসের ব্যক্তিগত পারফরম্যান্স কিছুটা হলেও স্বস্তি দেবে ৩০ বছর বয়সী ক্রিকেটারকে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত