নানা শঙ্কাকে সঙ্গী করে চলছে বিসিবি নির্বাচন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১২: ৪৬

ক্রীড়া সংঠকদের ক্রিকেট বর্জনের হুমকিকে সঙ্গী করে আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলছে বিসিবি নির্বাচন। বিসিবির তিন ক্যাটাগরিতে চলছে এবারের নির্বাচন।



হোটেলে ঢোকার পথেই বিসিবি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ফেস্টুন চোখে পড়বে। দেখে মনে হচ্ছে বেশ উৎসবমুখর পরিবেশে চলছে বিসিবি নির্বাচন। একে একে ভোট দিতে আসছেন বিভিন্ন ক্যাটাগরির কাউন্সিলররা।

বিজ্ঞাপন



সকাল ১০ টা থেকে শুরু হওয়া বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হবে ৪ টা পর্যন্ত। বিকাল ৫ টায় প্রকাশ করা হবে বিসিবি নির্বাচনের নির্বাচিত পরিচালকদের নাম। এরপর সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত