মিয়ামিতে খেলার অনুমতি পেল বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১২: ৫৫

আসন্ন মৌসুমে স্প্যানিশ লা লিগার একটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মিয়ামিতে খেলতে চায় বার্সেলোনা ও ভিয়ারিয়াল। এই ইস্যুতে ইতোমধ্যে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) অনুমতি পেয়েছে এই দুই ক্লাব।

স্পেনের শীর্ষ লিগের আসন্ন আসরের ১৭তম সপ্তাহে বার্সাকে আতিথেয়তা বেদে ভিয়ারিয়াল। আগামী ২০ ডিসেম্বর এসস্তাদিও দে লা ক্যারামিকাতে ম্যাচটি হওয়ার কথা রয়েছে। সূচি অপরিবর্তি রেখে ম্যাচটি মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলার প্রস্তাব দেয় বার্সা ও ভিয়ারিয়াল। এই প্রস্তাবের ভিত্তিতে তাদের সবুজ সংকেত দিয়েছে আরএফইএফ।

বিজ্ঞাপন

আরএফইএফ অনুমতি দিলেও আাগামী ডিসেম্বরে মিয়ামিতে বার্সা ও ভিয়ারিয়ালের খেলার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। এজন্য ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা (উয়েফা) ও ফিফার অনুমোদন লাগবে।

এই দুই সংস্থার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে বার্সা ও ভিয়ারিয়াল। বলা বাহুল্য- ফিফা ও উয়েফার অনুমতি পেলে বিদেশের মাটিতে ইউরোপের বড় লিগগুলোর প্রথম ম্যাচ হবে সেটি।

গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজনের চেষ্টা করে আসছে লা লিগা কর্তৃপক্ষ। সংস্থাটির সভাপতি জাভিয়ের তেবাস গণমাধ্যমকে জানিয়েছিলেন, ২০২৫-২৬ মৌসুমেই নিজেদের চেষ্টায় সফল হবেন তারা। মিয়ামিতে বার্সা ও ভিয়ারিয়ালের ম্যাচ নিয়ে আরএফইএফের সবুজ সংকেত যেন সেটারই প্রথম ধাপ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত