
স্পোর্টস রিপোর্টার

রাজশাহীতে একটু একটু করে মাথা তুলে দাঁড়াচ্ছে ক্রিকেট। গত মে মাসে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হয়েছে ইমার্জিং ক্রিকেট সিরিজ। গ্যালারিতে দর্শক ছিল চোখে পড়ার মতো। তবে এখানেই থামতে চায় না বিসিবি। রাজশাহীতে ক্রিকেটের কলেবর বাড়াবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিকেন্দ্রীকরণের পথে হেঁটে বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহীতে ফেরাতে চান বিপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট। সঙ্গে রাজশাহী বিভাগীয় অঞ্চলে বিসিবি চালু করতে চায় প্রিমিয়ার লিগও।
টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছরপূর্তি উপলক্ষে দেশের ৭ বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী উৎসবের আয়োজন করেছে বিসিবি। তারই অংশ হিসেবে গতকাল রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শুরু হয়েছে নানা কার্যক্রম। সকাল ১০টায় অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করে রাজশাহীর ক্রিকেটপ্রেমীদের এমন সুখবরই দিয়েছেন বিসিবি সভাপতি।
ঢাকার ক্লাব ক্রিকেটের আদলে রাজশাহীতেও প্রিমিয়ার লিগ শুরুর চিন্তা-ভাবনা নিয়ে বুলবুল বলেন, ‘আমরা চাচ্ছি ক্রিকেট শুধু ঢাকাকেন্দ্রিক না থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়ুক। রাজশাহী থেকে যাতে আরো বেশি খেলোয়াড় উঠে আসে, আমরা সেজন্য বৃহত্তর রাজশাহী অঞ্চলের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করব। এই মাঠ এবং আউটফিল্ড অনেক উন্নত। এমন উইকেট অনেক দেশেই নেই। এখানে আমরা যদি উন্নত অবকাঠামো ও নিয়মিত খেলার আয়োজন করতে পারি, তাহলে এখান থেকেও জাতীয় দলের জন্য ভালো খেলোয়াড় উঠে আসবে।’
রাজশাহীতে ক্রিকেটীয় কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা নিয়ে বুলবুল বলেন, ‘এখানে আমরা ক্রিকেটীয় কার্যক্রম আরো বাড়াব। এখানে ক্রিকেট ট্রেনিং প্রোগ্রাম, কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরো বাড়াব। এখানে বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেট হয়। সেগুলোকে দুদিনের ক্রিকেটে রূপান্তরের চেষ্টা করব।’
টেস্ট ক্রিকেট নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে চাই। খুলনায় যেমন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, আজ (রোববার) রাজশাহীতেও তা-ই দেখছি। বাংলাদেশের মানুষ টেস্ট ক্রিকেটকে ভালোবাসে। এটি শুধু উদযাপন নয়, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুতির অংশ।’
বিসিবির মাঠ কমিটির প্রধান মাহবুব আনাম বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) স্টেডিয়ামের সংস্কার করলে আগামী বছরই রাজশাহীতে বিপিএলসহ আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ আয়োজন করা সম্ভব হবে, ‘এই মাঠে আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ করার জন্য কিছু ফ্যাসিলিটিজের উন্নয়ন করা দরকার। সে ব্যাপারে আমরা জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা করেছি, একটা প্রস্তাবনাও দিয়েছি। আশা করি ক্রীড়া পরিষদ শিগগিরই এটা হাতে নেবে এবং আগামী বছরের কোনো এক সময় থেকে এখানে এরচেয়েও বড়মানের আন্তর্জাতিক বা বিপিএলের খেলা এখানে দেখতে পাব।’
সকালে অনূর্ধ্ব-১২ ক্রিকেট সিক্স-এ-সাইড ম্যাচে টস করেন বুলবুল। সঙ্গে ছবি আঁকা প্রতিযোগিতা, ‘হিট দ্য স্টাম্প’ চ্যালেঞ্জ, অভিভাবকদের জন্য ‘ক্রিকেট ফর অল’ কার্যক্রম পরিদর্শন করেন দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। ‘গুড লাক’ উইশ বোর্ডে বাংলাদেশের ক্রিকেটকে শুভকামনা জানিয়ে বার্তা লেখেন। অনুষ্ঠানে বুলবুলের সঙ্গে যোগ দেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি ও নারী ক্রিকেট দলের ওপেনার শামীমা সুলতানা।

রাজশাহীতে একটু একটু করে মাথা তুলে দাঁড়াচ্ছে ক্রিকেট। গত মে মাসে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হয়েছে ইমার্জিং ক্রিকেট সিরিজ। গ্যালারিতে দর্শক ছিল চোখে পড়ার মতো। তবে এখানেই থামতে চায় না বিসিবি। রাজশাহীতে ক্রিকেটের কলেবর বাড়াবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিকেন্দ্রীকরণের পথে হেঁটে বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহীতে ফেরাতে চান বিপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট। সঙ্গে রাজশাহী বিভাগীয় অঞ্চলে বিসিবি চালু করতে চায় প্রিমিয়ার লিগও।
টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছরপূর্তি উপলক্ষে দেশের ৭ বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী উৎসবের আয়োজন করেছে বিসিবি। তারই অংশ হিসেবে গতকাল রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শুরু হয়েছে নানা কার্যক্রম। সকাল ১০টায় অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করে রাজশাহীর ক্রিকেটপ্রেমীদের এমন সুখবরই দিয়েছেন বিসিবি সভাপতি।
ঢাকার ক্লাব ক্রিকেটের আদলে রাজশাহীতেও প্রিমিয়ার লিগ শুরুর চিন্তা-ভাবনা নিয়ে বুলবুল বলেন, ‘আমরা চাচ্ছি ক্রিকেট শুধু ঢাকাকেন্দ্রিক না থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়ুক। রাজশাহী থেকে যাতে আরো বেশি খেলোয়াড় উঠে আসে, আমরা সেজন্য বৃহত্তর রাজশাহী অঞ্চলের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করব। এই মাঠ এবং আউটফিল্ড অনেক উন্নত। এমন উইকেট অনেক দেশেই নেই। এখানে আমরা যদি উন্নত অবকাঠামো ও নিয়মিত খেলার আয়োজন করতে পারি, তাহলে এখান থেকেও জাতীয় দলের জন্য ভালো খেলোয়াড় উঠে আসবে।’
রাজশাহীতে ক্রিকেটীয় কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা নিয়ে বুলবুল বলেন, ‘এখানে আমরা ক্রিকেটীয় কার্যক্রম আরো বাড়াব। এখানে ক্রিকেট ট্রেনিং প্রোগ্রাম, কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরো বাড়াব। এখানে বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেট হয়। সেগুলোকে দুদিনের ক্রিকেটে রূপান্তরের চেষ্টা করব।’
টেস্ট ক্রিকেট নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে চাই। খুলনায় যেমন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি, আজ (রোববার) রাজশাহীতেও তা-ই দেখছি। বাংলাদেশের মানুষ টেস্ট ক্রিকেটকে ভালোবাসে। এটি শুধু উদযাপন নয়, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুতির অংশ।’
বিসিবির মাঠ কমিটির প্রধান মাহবুব আনাম বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) স্টেডিয়ামের সংস্কার করলে আগামী বছরই রাজশাহীতে বিপিএলসহ আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ আয়োজন করা সম্ভব হবে, ‘এই মাঠে আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ করার জন্য কিছু ফ্যাসিলিটিজের উন্নয়ন করা দরকার। সে ব্যাপারে আমরা জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা করেছি, একটা প্রস্তাবনাও দিয়েছি। আশা করি ক্রীড়া পরিষদ শিগগিরই এটা হাতে নেবে এবং আগামী বছরের কোনো এক সময় থেকে এখানে এরচেয়েও বড়মানের আন্তর্জাতিক বা বিপিএলের খেলা এখানে দেখতে পাব।’
সকালে অনূর্ধ্ব-১২ ক্রিকেট সিক্স-এ-সাইড ম্যাচে টস করেন বুলবুল। সঙ্গে ছবি আঁকা প্রতিযোগিতা, ‘হিট দ্য স্টাম্প’ চ্যালেঞ্জ, অভিভাবকদের জন্য ‘ক্রিকেট ফর অল’ কার্যক্রম পরিদর্শন করেন দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। ‘গুড লাক’ উইশ বোর্ডে বাংলাদেশের ক্রিকেটকে শুভকামনা জানিয়ে বার্তা লেখেন। অনুষ্ঠানে বুলবুলের সঙ্গে যোগ দেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি ও নারী ক্রিকেট দলের ওপেনার শামীমা সুলতানা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ তাদের সামনে ছিল সিরিজ জয়ের মোক্ষম সুযোগ। তবে সেটা হতে দিলেন না ফাহিম আশরাফ-সাইম আইয়ুবরা।
৬ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর ছুটিতে গেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই গত বৃহস্পতিবার থেকে ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ঢাকায় না থাকলেও কোচ কাবরেরার ছকেই দলের অনুশীলন হচ্ছে বলে জানালেন সহকারী কোচ হাসান আল মামুন।
৮ ঘণ্টা আগে
প্রথম দুই টি-টোয়েন্টিতে আগেই হার মেনেছিল বাংলাদেশ। এবার শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতেও মিলল না সান্ত্বনার জয়। ছন্দটা ধরে রেখে এবারও জিতল ওয়েস্ট ইন্ডিজ। জয়টা এসেছে ৫ উইকেটে- ১৯ বল হাতে রেখেই।
৮ ঘণ্টা আগে
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়া বিদায় নিতেই অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ম্যাচশেষে হিলি জানান, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ। সে হিসাবে পরবর্তী বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন এই অজি তারকা।
৯ ঘণ্টা আগে