ব্রাজিল-রিয়াল ইস্যুতে মুখ খুললেন ক্লপের এজেন্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ২১: ৪০

ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদ, দুই দলের জন্যই কোচ ইস্যুটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাতেই এই দুই দলের সঙ্গে জড়িয়ে গেছে ইয়ুর্গেন ক্লপের নাম। বেশ কিছু গণমাধ্যমের দাবি, ব্রাজিল কিংবা রিয়ালের কোচ হতে পারেন জার্মান মাস্টারমাইন্ড। যদিও সে সম্ভাবনাকে উড়িয়ে দিলেন ক্লপের এজেন্ট মার্ক কোসিক। জানিয়েছেন, বর্তমানে রেড বুলের গ্লোবাল ডিরেক্টর হিসেবে দারুণ সময় পার করছেন ক্লপ।

গত মাসে দরিভাল জুনিয়রকে বরখাস্ত করায় কোচহীন হয়ে পড়েছে ব্রাজিল। এরপর থেকেই নতুন একজন কোচের সন্ধানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকার শীর্ষ দলটির মতো রিয়াল অবশ্য কোচহীন নয়। যদিও স্প্যানিশ ফুটবলে কান পাতলে শোনা যাচ্ছে, চলতি মৌসুমের পারফরম্যান্সের কারণে রিয়াল ছাড়তে পারেন কার্লো আনচেলত্তি। বিশেষ করে আর্সেনালের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর অনেকেই তো সান্তিয়াগো বার্নাব্যু থেকে আনচেলত্তির বিদায়ই দেখে ফেলেছেন। এমতাবস্থায় মাদ্রিদের ক্লাবটির জন্য সম্ভাব্য কোচ হিসেবে উঠে আসছে বেশকিছু নাম। সে তালিকার একজন হলেন ক্লপ। যদিও তার এজেন্টে স্কাই জার্মানির সঙ্গে আলাপচারিতায় যেসব কথা বলেছেন তাতে শুধু রিয়াল নয়, ব্রাজিল দলেও যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই ক্লপের।

বিজ্ঞাপন

কোসিক বলেন, ‘ইউরোপের শীর্ষ ক্লাব ও কিছু ফেডারেশনের নজর আছে ক্লপের ওপর। তবে বাস্তবতা হলো, আগামী মৌসুমে ক্লপের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন না। সেটা যদিও হয় ব্রাজিল কিংবা রিয়াল মাদ্রিদ তাও না। ক্লপ রেড বুলেই ভালো আছেন। সেখানে তার চুক্তি আছে। তাই এই বিষয়টি নিয়ে আর কিছু বলতে চাই না।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত