হুইসেনের লড়াই জিতল রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৭: ১০

গত এপ্রিলে ২০ এ পা রেখেছেন ডিন হুইসেন। এই বয়সেই রক্ষণে নিজের দক্ষতার জানান দিয়েছেন স্পেনের হয়ে আন্তর্জাতিক অঙ্গণে অভিষেক হওয়া এই ফুটবলার। আগামী দিনের তারকা ডিফেন্ডারদের একজন হতে যাচ্ছেন হুইসেন তাতে কোনো সন্দেহ নেই। এমন একজন প্রতিভাবান ডিফেন্ডারকে পেতে উঠে পড়ে লেগেছিল বেশকিছু ইউরোপ সেরা ক্লাব। সবাইকে পেছনে ফেলে হুইসেনের লড়াইয়ে জয়ী হয়েছে রিয়াল মাদ্রিদ।

হুইসেনকে পাওয়ার দৌঁড়ে রিয়ালের সঙ্গে মাঠে নেমেছিল লিভারপুল, চেলসি ও আর্সেনাল। যদিও খালি হাতে ফিরতে হলো ইংলিশ প্রিমিয়ার লিগের এই তিন ক্লাবকে। তাদের হতাশ করে ৫০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজে বোর্নমাউথ থেকে এই সেন্টার ব্যাককে নিজেদের ঢেরায় নিয়েছে রিয়াল। তরুণ তুর্কির সঙ্গে মাদ্রিদের ক্লাবটির চুক্তি হয়েছে ২০৩০ সাল পর্যন্ত। নেদারল্যান্ডসে জন্ম নেওয়া হুইসেনকে নিয়ে লম্বা পরিকল্পনা করছে রিয়াল।

বিজ্ঞাপন

ব্রাজিলের কোচ হওয়ায় রিয়াল থেকে বিদায়ের দ্বারপ্রান্তে আছেন কার্লো আনচেলত্তি। এরপর লস ব্লাঙ্কোসদের দায়িত্ব নেবেন জাবি আলোনসো। পরবর্তী কোচের ইচ্ছাতেই হুইসেনের লড়াইয়ে নেমেছিল রিয়াল। এই লড়াই জেতায় আসন্ন ক্লাব বিশ্বকাপে হুইসেনের সার্ভিস পাবে স্প্যানিশ জায়ান্টরা।

এবারের মৌসুমে রক্ষণে বেশ ভুগতে হয়েছে রিয়ালকে। এজন্য পজিশনটিতে শক্তি বাড়াতে চায় রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী দল। সেই লক্ষ্যে এই গ্রীষ্মে আরও একাধিক ফুটবলারের দিকে নজর আছে তাদের। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের সঙ্গে চুক্তির খুব কাছে আছে রিয়াল। এছাড়া আর্সেনালের উইলিয়াম সালিবাকে নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে ক্লাবটি।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত