
স্পোর্টস ডেস্ক

হঠাৎ কী হলো লিভারপুলের? পরিস্থিতি দৃষ্টে এই প্রশ্নটা এখন করতেই পারেন ভক্তরা। বেশ দাপটের সঙ্গেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের কাজটা সেরেছে জায়ান্টরা। ইংল্যান্ডের শীর্ষ লিগের এবারের আসরের শিরোপা নিশ্চিত করেছে চার ম্যাচ বাকি থাকতেই। তবে ২০১৯-২০ মৌসুমের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতে ব্যর্থতায় আটকে গেছে অল রেড হিসেবে পরিচিত ক্লাবটি। এ যেন সাক্ষাৎ শনির দশা।
গত ২৭ এপ্রিল অ্যানফিল্ডে টটেনহামের জালে গোল উৎসব করে ২০তম লিগ শিরোপা জেতে লিভারপুল। এরপর টানা দুই ম্যাচে তাদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট- একটি করে হার এবং ড্র তাদের সঙ্গী! বিষয়টা চোখ কপালে তোলার মতো বটে। লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর চেলসির বিপক্ষে মাঠে নামে লিভারপুল। সে ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ৩-১ গোলের হার নিয়ে ফেরে আর্নে স্লটের শিষ্যরা।
চেলসির কাছে হারটা যে অঘটন ছিল না সেটার প্রমাণ দিয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মার্সিসাইডের ক্লাবটি। এই ড্রকে হার সমতুল্যই মনে হচ্ছে লিভারপুলের জন্য। কারণ ঘরের মাঠে কোডি গাকপো ও লুইস দিয়াসের কল্যাণে ২১ মিনিটের মধ্যে দুইবার এগিয়ে যায় তারা। তাতে জয়ের পথে দারুণভাবেই এগিয়ে ছিল। তবে তাদের হতাশ করে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও মিকেল মেরিনোর গোলে সমতা টানে আর্সেনাল। এরপরও পূর্ণ পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করার সুযোগ ছিল লিভারপুলের সামনে। ৭৯ মিনিটে মেরিনো লাল কার্ড দেখলে সফরকারীরা ১০ জনের দলে পরিণত হয়। সে সুযোগ কাজে লাগিয়ে বাকি সময়ে আর গানারদের জালে বল জড়াতে পারেনি লিভারপুল। তাতেই টানা দুই ম্যাচ জয়হীন থেকে মাঠ ছাড়তে হয় চ্যাম্পিয়নদের।

হঠাৎ কী হলো লিভারপুলের? পরিস্থিতি দৃষ্টে এই প্রশ্নটা এখন করতেই পারেন ভক্তরা। বেশ দাপটের সঙ্গেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের কাজটা সেরেছে জায়ান্টরা। ইংল্যান্ডের শীর্ষ লিগের এবারের আসরের শিরোপা নিশ্চিত করেছে চার ম্যাচ বাকি থাকতেই। তবে ২০১৯-২০ মৌসুমের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতে ব্যর্থতায় আটকে গেছে অল রেড হিসেবে পরিচিত ক্লাবটি। এ যেন সাক্ষাৎ শনির দশা।
গত ২৭ এপ্রিল অ্যানফিল্ডে টটেনহামের জালে গোল উৎসব করে ২০তম লিগ শিরোপা জেতে লিভারপুল। এরপর টানা দুই ম্যাচে তাদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট- একটি করে হার এবং ড্র তাদের সঙ্গী! বিষয়টা চোখ কপালে তোলার মতো বটে। লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর চেলসির বিপক্ষে মাঠে নামে লিভারপুল। সে ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ৩-১ গোলের হার নিয়ে ফেরে আর্নে স্লটের শিষ্যরা।
চেলসির কাছে হারটা যে অঘটন ছিল না সেটার প্রমাণ দিয়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মার্সিসাইডের ক্লাবটি। এই ড্রকে হার সমতুল্যই মনে হচ্ছে লিভারপুলের জন্য। কারণ ঘরের মাঠে কোডি গাকপো ও লুইস দিয়াসের কল্যাণে ২১ মিনিটের মধ্যে দুইবার এগিয়ে যায় তারা। তাতে জয়ের পথে দারুণভাবেই এগিয়ে ছিল। তবে তাদের হতাশ করে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও মিকেল মেরিনোর গোলে সমতা টানে আর্সেনাল। এরপরও পূর্ণ পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করার সুযোগ ছিল লিভারপুলের সামনে। ৭৯ মিনিটে মেরিনো লাল কার্ড দেখলে সফরকারীরা ১০ জনের দলে পরিণত হয়। সে সুযোগ কাজে লাগিয়ে বাকি সময়ে আর গানারদের জালে বল জড়াতে পারেনি লিভারপুল। তাতেই টানা দুই ম্যাচ জয়হীন থেকে মাঠ ছাড়তে হয় চ্যাম্পিয়নদের।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ তাদের সামনে ছিল সিরিজ জয়ের মোক্ষম সুযোগ। তবে সেটা হতে দিলেন না ফাহিম আশরাফ-সাইম আইয়ুবরা।
৬ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর ছুটিতে গেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই গত বৃহস্পতিবার থেকে ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ঢাকায় না থাকলেও কোচ কাবরেরার ছকেই দলের অনুশীলন হচ্ছে বলে জানালেন সহকারী কোচ হাসান আল মামুন।
৮ ঘণ্টা আগে
প্রথম দুই টি-টোয়েন্টিতে আগেই হার মেনেছিল বাংলাদেশ। এবার শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতেও মিলল না সান্ত্বনার জয়। ছন্দটা ধরে রেখে এবারও জিতল ওয়েস্ট ইন্ডিজ। জয়টা এসেছে ৫ উইকেটে- ১৯ বল হাতে রেখেই।
৮ ঘণ্টা আগে
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়া বিদায় নিতেই অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ম্যাচশেষে হিলি জানান, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ। সে হিসাবে পরবর্তী বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন এই অজি তারকা।
৯ ঘণ্টা আগে