ক্রিকেট পিচে গতির ঝড় তোলা শোয়েব আখতার লম্বা সময় পর এসেছেন ঢাকায়। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবে তিনি। টুর্নামেন্ট শুরুর বেশ আগে ঢাকায় আসা এই সাবেক ক্রিকেটার এসেছেন কিছু আনুষ্ঠানিকতার জন্য। টুর্নামেন্ট শুরু হলে দলের সঙ্গে কাজ করবেন তিনি।
গতকাল রাতে ঢাকায় পা রাখেন শোয়েব আখতার। আগামীকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এই অনুষ্ঠানের জন্যই এবার ঢাকায় এসেছেন শোয়েব আখতার।
শোয়েব আখতারকে নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালস বলেছে, ‘নতুন অভিযানের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল ইউনিট গড়ে তুলতে এই ফ্র্যাঞ্চাইজির তৈরি হওয়ার পথে তার অন্তর্ভুক্তি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। মাঠের ভেতরে ও বাইরে দলকে দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শোয়েব আখতারের বিপুল আন্তর্জাতিক অভিজ্ঞতা, জয়ী মানসিকতা ও নেতৃত্ব।’

