ক্যাটাগরি-৩-এ একপেশে লড়াই

দেবব্রতের ফল প্রত্যাখ্যান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৪: ০০
দেবব্রত পাল

সার্ভিসেস বিভিন্ন সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাবোর্ডের সঙ্গে সাবেক ক্রিকেটার ও অধিনায়কদের নিয়ে বিসিবি নির্বাচনের ক্যাটাগরি-৩। এখানে বিসিবির প্রতিটি নির্বাচনেই এই ক্যাটাগরিতে হয় হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু এবার সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের দেখা মেলেনি। এখানে নির্বাচন করা দুই প্রার্থী দেবব্রত পাল ও খালেদ মাসুদ পাইলটের মধ্যে প্রাপ্ত ভোটের পার্থক্য আকাশ-পাতাল। ভোটের ফলাফল ঘোষণার আগেই ফল বর্জন করেন হেরে যাওয়া প্রার্থী দেবব্রত পাল। তার দাবি নির্বাচনে স্পষ্ট প্রভাব বিস্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন বর্জন করে দেবব্রত পাল বলেন, ‘এই নির্বাচনকে আমি প্রহসনের বলব না। তবে প্রভাবিত নির্বাচন বলব। কারণ, বিসিবি এমপ্লয়ি ও এনএসসির প্রভাবে ভোটাররা আমাকে ভোট দেননি। দিয়েছেন সাবেক একজন অধিনায়ককে। অর্থাৎ নির্বাচনে স্পষ্ট প্রভাব বিস্তার করা হয়েছে।’

তিনি আরো যোগ করেন, ‘জানতাম যে কিছু একটা হচ্ছে। কী হচ্ছে, সেটা দেখার জন্যই আমি নির্বাচন করেছি।’ এবারের বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-৩-এ মোট ৪৫ ভোটের মধ্যে মোট ৪৩ ভোট পড়েছে। এর মধ্যে বাতিল হয়েছে এক ভোট। এর মধ্যে ৩৫ ভোট পেয়েছেন পাইলট ও বাকি সাত ভোট পেয়েছেন দেবব্রত পাল। এই ভোটের পরই নির্বাচন নিয়ে অভিযোগ তোলেন দেবব্রত পাল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত