
স্পোর্টস ডেস্ক

লিভারপুলের হয়ে কিংবদন্তির কাতারে চলে গেছেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। একের পর এক দুর্দান্ত মৌসুম কাটিয়ে ক্লাবটির ইতিহাসে সেরা খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। সেই সঙ্গে বিশ্বের সেরাদের কাতারেও উচ্চারিত হচ্ছে তার নাম। কিন্তু দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে সালাহর ব্যালন ডি’অরের ঘরটা শূন্য। এবার বর্ষসেরার আক্ষেপ ঘোচানোর সুযোগ ৩৩ বছর বয়সি ফুটবলের সামনে। ২০২৫ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন সালাহ। ২০২৪-২৫ মৌসুমের দলীয় ও ব্যক্তিগত অর্জনও তাকে এগিয়ে রাখছে সেরার দৌড়ে। এবার ক্যারিয়ারের শেষটা রাঙানোর অপেক্ষায় মিসরীয় ফুটবলের রাজা।
লিভারপুলের সঙ্গে সালাহর পথচলা দীর্ঘ আট বছরের। এই সময়ে দুই শতাধিক গোল করেছেন সালাহ। সেই সঙ্গে জিতেছেন একাধিক শিরোপা। এর মধ্যে ২০২৪-২৫ মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন মিসরীয় ফরোয়ার্ড। ৫২ ম্যাচে ৩৪ গোলের সঙ্গে অবদান রেখেছেন ২৩ গোলে। এর মধ্যে প্রিমিয়ার লিগেই ৩৮ ম্যাচে করেছেন ২৯ গোল। সেই সঙ্গে ১৮ গোলে করেছেন সহায়তা। গোল এবং গোল করানোর দিকে দিয়ে গেল মৌসুমে প্রিমিয়ার লিগে শীর্ষে ছিলেন সালাহ। যা লিভারপুলকে এনে দিয়েছে ২০তম লিগ শিরোপা। লিভারপুলকে শিরোপা এনে দিয়ে আরো কিছু ব্যক্তিগত অর্জনের ভাগীদার হয়েছেন সালাহ। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের সঙ্গে জিতেছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরার খেতাবও। প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার বর্ষসেরা হলেন তিনি। এর আগে ২০১৭-১৮ মৌসুমে সেরার স্বীকৃতি পেয়েছিলেন।
মূলত ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে সালাহর একচ্ছত্র দাপটই তাকে ব্যালন ডি’অরের তালিকায় ফেভারিটের কাতারে রেখেছে। যদিও লড়াই হবে বেশ। তবে প্রায় একা হাতে লিভারপুলকে শিরোপা এনে দেওয়া সালাহর অবদান তাকে একটু হলেও বাকিদের চেয়ে এগিয়ে রাখবে। লিভারপুলের হয়ে গোটা ক্যারিয়ারে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪০৩ ম্যাচে ২৪৬টি গোলের সঙ্গে ১১৩টি অ্যাসিস্ট করেছেন সালাহ। ক্যারিয়ারের সিকিভাগ শিরোপাও জিতেছেন ‘দ্য রেডস’দের হয়ে। ক্লাবটির হয়ে দুইবার প্রিমিয়ার লিগ জিতেছেন সালাহ। একবার করে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, ক্লাব বিশ্বকাপ ও ইংলিশ সুপার কাপ। ইংলিশ লিগ কাপ জিতেছেন তিনবার- দুবার লিভারপুল ও একবার চেলসির হয়ে। বাসেলের হয়ে দুবার জিতেছেন সুইস লিগ।
ব্যক্তিগত অর্জনের তালিকাও নেহাত কম ভারী নয়। আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হয়েছেন দুবার, লিভারপুলের বর্ষসেরা ফুটবলার তিনবার, চারবার হয়েছেন প্রিমিয়ার লিগের মৌসুমের সেরা গোলদাতা, প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেতাব জিতেছেন একবার, ইংল্যান্ডের সেরা খেলোয়াড় হয়েছেন দুবার, ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন একবার। ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন সালাহ। এবার ব্যালন ডি’অর জিতলেই গোটা ক্যারিয়ার রাঙাবে পূর্ণতায়। ভাগ্য কি এবার সালাহর পক্ষে কথা বলবে? উত্তর সময়ের হাতে।
মোহাম্মদ সালাহ
ম্যাচ ৫২
গোল ৩৪
অ্যাসিস্ট ২৩
শিরোপা ১

লিভারপুলের হয়ে কিংবদন্তির কাতারে চলে গেছেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। একের পর এক দুর্দান্ত মৌসুম কাটিয়ে ক্লাবটির ইতিহাসে সেরা খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। সেই সঙ্গে বিশ্বের সেরাদের কাতারেও উচ্চারিত হচ্ছে তার নাম। কিন্তু দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে সালাহর ব্যালন ডি’অরের ঘরটা শূন্য। এবার বর্ষসেরার আক্ষেপ ঘোচানোর সুযোগ ৩৩ বছর বয়সি ফুটবলের সামনে। ২০২৫ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন সালাহ। ২০২৪-২৫ মৌসুমের দলীয় ও ব্যক্তিগত অর্জনও তাকে এগিয়ে রাখছে সেরার দৌড়ে। এবার ক্যারিয়ারের শেষটা রাঙানোর অপেক্ষায় মিসরীয় ফুটবলের রাজা।
লিভারপুলের সঙ্গে সালাহর পথচলা দীর্ঘ আট বছরের। এই সময়ে দুই শতাধিক গোল করেছেন সালাহ। সেই সঙ্গে জিতেছেন একাধিক শিরোপা। এর মধ্যে ২০২৪-২৫ মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন মিসরীয় ফরোয়ার্ড। ৫২ ম্যাচে ৩৪ গোলের সঙ্গে অবদান রেখেছেন ২৩ গোলে। এর মধ্যে প্রিমিয়ার লিগেই ৩৮ ম্যাচে করেছেন ২৯ গোল। সেই সঙ্গে ১৮ গোলে করেছেন সহায়তা। গোল এবং গোল করানোর দিকে দিয়ে গেল মৌসুমে প্রিমিয়ার লিগে শীর্ষে ছিলেন সালাহ। যা লিভারপুলকে এনে দিয়েছে ২০তম লিগ শিরোপা। লিভারপুলকে শিরোপা এনে দিয়ে আরো কিছু ব্যক্তিগত অর্জনের ভাগীদার হয়েছেন সালাহ। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের সঙ্গে জিতেছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরার খেতাবও। প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার বর্ষসেরা হলেন তিনি। এর আগে ২০১৭-১৮ মৌসুমে সেরার স্বীকৃতি পেয়েছিলেন।
মূলত ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে সালাহর একচ্ছত্র দাপটই তাকে ব্যালন ডি’অরের তালিকায় ফেভারিটের কাতারে রেখেছে। যদিও লড়াই হবে বেশ। তবে প্রায় একা হাতে লিভারপুলকে শিরোপা এনে দেওয়া সালাহর অবদান তাকে একটু হলেও বাকিদের চেয়ে এগিয়ে রাখবে। লিভারপুলের হয়ে গোটা ক্যারিয়ারে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪০৩ ম্যাচে ২৪৬টি গোলের সঙ্গে ১১৩টি অ্যাসিস্ট করেছেন সালাহ। ক্যারিয়ারের সিকিভাগ শিরোপাও জিতেছেন ‘দ্য রেডস’দের হয়ে। ক্লাবটির হয়ে দুইবার প্রিমিয়ার লিগ জিতেছেন সালাহ। একবার করে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, ক্লাব বিশ্বকাপ ও ইংলিশ সুপার কাপ। ইংলিশ লিগ কাপ জিতেছেন তিনবার- দুবার লিভারপুল ও একবার চেলসির হয়ে। বাসেলের হয়ে দুবার জিতেছেন সুইস লিগ।
ব্যক্তিগত অর্জনের তালিকাও নেহাত কম ভারী নয়। আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হয়েছেন দুবার, লিভারপুলের বর্ষসেরা ফুটবলার তিনবার, চারবার হয়েছেন প্রিমিয়ার লিগের মৌসুমের সেরা গোলদাতা, প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেতাব জিতেছেন একবার, ইংল্যান্ডের সেরা খেলোয়াড় হয়েছেন দুবার, ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন একবার। ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন সালাহ। এবার ব্যালন ডি’অর জিতলেই গোটা ক্যারিয়ার রাঙাবে পূর্ণতায়। ভাগ্য কি এবার সালাহর পক্ষে কথা বলবে? উত্তর সময়ের হাতে।
মোহাম্মদ সালাহ
ম্যাচ ৫২
গোল ৩৪
অ্যাসিস্ট ২৩
শিরোপা ১

আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
২ ঘণ্টা আগে
৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
৩ ঘণ্টা আগে
সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
৪ ঘণ্টা আগে