ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ

ইসরাইলের অ্যাথলেটদের ভিসা দেয়নি ইন্দোনেশিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০২: ০২

ইন্দোনেশিয়ার জাকার্তায় ১৯ অক্টোবর শুরু হচ্ছে ওয়ার্ল্ড আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। এই আসরে অংশ নিতে এখনো ফ্লাইটের টিকিট কাটতে পারেনি ইসরাইলের অ্যাথলেটরা। কেননা তাদের ভিসা দেয়নি স্বাগতিক ইন্দোনেশিয়া।

বিজ্ঞাপন

এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে ইসরাইল জিমন্যাস্টিকস ফেডারেশন। ইসরাইল বলছে, এ ধরনের আচরণ আন্তর্জাতিক ক্রীড়ার মৌলিক নীতির পরিপন্থী। এই সিদ্ধান্তকে ক্রীড়া বিশ্বে পক্ষপাতদুষ্ট আচরণের উদাহরণ বলছে ইসরাইল।

ইসরাইল অবশ্য এখনই হাল ছেড়ে দিচ্ছে না। আইনী ব্যবস্থা নিতে যাচ্ছে। ইন্দোনেশিয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির জিমন্যাস্টিকস ফেডারেশন। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থও হয়েছে ইসরাইল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত