জয়ে ফিরল ভুটান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৬: ৫৮
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৭: ০৩

অনূর্ধ্ব ২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো হয়নি ভুটানের। নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে ৬-১ গোলে হেরে যায় তারা। অবশ্য জয়ে ফিরতেও বেশি সময় নিলো না দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারিয়েছে ভুটান।

মেয়েদের বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের চলমান আসরে এটা শ্রীলঙ্কার টানা দ্বিতীয় হার। উদ্বোধনী ম্যাচে লঙ্কান মেয়েদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে স্বাগতিক বাংলাদেশ। নয়বার শ্রীলঙ্কার জালে বল জড়ায় আফঈদা খন্দকার অ্যান্ড কোং। বিপরীতে মাত্র এক গোল হজম করে তারা। টানা দুই ম্যাচ হেরে শুরুতেই শিরোপা লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়ল শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

কিংস অ্যারেনায় প্রথমার্ধেই শ্রীলঙ্কার জালে তিনবার বল পাঠায় ভুটান। বেশকিছু সুযোগ নষ্ট না করলে এই অর্ধে গোলসংখ্যা বাড়াতে পারতো তারা। দ্বিতীয়ার্ধেও সুযোগ হাতছাড়া করেছে ভুটান। এই অর্ধে দুইবার গোল উৎসব করে দলটি। ম্যাচে একটি পেনাল্টি পেলেও গোল করতে পারেনি শ্রীলঙ্কা। ভুটানের মতো তাদের ফরওয়ার্ডরাও বেশকিছু সুযোগ হাতছাড়া করেছে। তাতেই আরও একবার হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শ্রীলঙ্কাকে।

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত