স্পোর্টস ডেস্ক
এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের জয়ের পথটা আগেই বন্ধ হয়েছে। তাই সাদা পোশাকের ম্যাচটিতে ইংলিশদের বড় পাওয়া হবে ড্র। এমন কিছু করার জন্য এখন বড় চ্যালেঞ্জ উৎরাতে হবে বেন স্টোকস অ্যান্ড কোংকে।
এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডকে ৬০৮ রানের হিমালয়তূল্য লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। জবাব দিতে নেমে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭২ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ওলি পোপ ২৪ রানে অপরাজিত ছিলেন। শেষদিনে বৃষ্টির কারণে পৌনে দুই ঘণ্টা খেলা হয়নি। শেষ ৮০ ওভারে তাই প্রায় ৬.৭ রানরেটে ৫৩৬ রান করতে হতো ইংল্যান্ডকে।
এমন সমীকরণে দলীয় ৮৩ রানের মধ্যে পোপের পর হ্যারি ব্রুককেও হারায় ইংল্যান্ড। আগের দিনের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি পোপ। ব্রুক আউট হন ২৩ রানে।
পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টায় আছেন স্টোকস ও জেমি স্মিথ। হার এড়াতে চাইলে তাই লম্বা সময় ব্যাটিং করে যেতে হবে এই দুজনকে। এই রিপোর্ট লেখার সময় ৫ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে ইংল্যান্ড। স্টোকস ১৮ ও স্মিথ ২২ রানে ব্যাট করছেন।
এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের জয়ের পথটা আগেই বন্ধ হয়েছে। তাই সাদা পোশাকের ম্যাচটিতে ইংলিশদের বড় পাওয়া হবে ড্র। এমন কিছু করার জন্য এখন বড় চ্যালেঞ্জ উৎরাতে হবে বেন স্টোকস অ্যান্ড কোংকে।
এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডকে ৬০৮ রানের হিমালয়তূল্য লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। জবাব দিতে নেমে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭২ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ওলি পোপ ২৪ রানে অপরাজিত ছিলেন। শেষদিনে বৃষ্টির কারণে পৌনে দুই ঘণ্টা খেলা হয়নি। শেষ ৮০ ওভারে তাই প্রায় ৬.৭ রানরেটে ৫৩৬ রান করতে হতো ইংল্যান্ডকে।
এমন সমীকরণে দলীয় ৮৩ রানের মধ্যে পোপের পর হ্যারি ব্রুককেও হারায় ইংল্যান্ড। আগের দিনের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি পোপ। ব্রুক আউট হন ২৩ রানে।
পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টায় আছেন স্টোকস ও জেমি স্মিথ। হার এড়াতে চাইলে তাই লম্বা সময় ব্যাটিং করে যেতে হবে এই দুজনকে। এই রিপোর্ট লেখার সময় ৫ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে ইংল্যান্ড। স্টোকস ১৮ ও স্মিথ ২২ রানে ব্যাট করছেন।
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনশেষে সমানে সমান ইংল্যান্ড ও ভারত। এমন দিনে গতির ঝড় তুলে আলাদাভাবে নজর কেড়েছেন জোফরা আর্চার। করেছেন টেস্ট ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ গতির ওভার।
৩৬ মিনিট আগেলর্ডসে টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলের ঘটনা। ইংল্যান্ডের সমান ৩৮৭ রানে অলআউট হয় ভারত। এরপর ব্যাট করতে নামে ইংলিশরা। দিনের খেলা যতটুকু বাকি ছিল তাতে মাঠে দুই ওভার গড়াতে পারতো।
১ ঘণ্টা আগে২০২৪ সালের জুনের পর আর নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলা হয়নি ডেভন কনওয়ের। অবশেষে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে লম্বা সময় পর এই সংস্করণের দলে ফিরলেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার।
৩ ঘণ্টা আগেইউরোপের পাঁচটি ক্লাবে ১৮ বছর খেলে রোজারিও সেন্ট্রালে ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে গোদো ক্রুজের বিপক্ষে ম্যাচ দিয়ে শৈশবের ক্লাবটির হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু করেন এই উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার। রোজারিওতে তার প্রত্যাবর্তনটা হয়ে থাকল অম্লমধুর।
৩ ঘণ্টা আগে