হার এড়াতে পারবে ইংল্যান্ড?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৯: ০২

এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের জয়ের পথটা আগেই বন্ধ হয়েছে। তাই সাদা পোশাকের ম্যাচটিতে ইংলিশদের বড় পাওয়া হবে ড্র। এমন কিছু করার জন্য এখন বড় চ্যালেঞ্জ উৎরাতে হবে বেন স্টোকস অ্যান্ড কোংকে।

এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডকে ৬০৮ রানের হিমালয়তূল্য লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। জবাব দিতে নেমে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭২ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ওলি পোপ ২৪ রানে অপরাজিত ছিলেন। শেষদিনে বৃষ্টির কারণে পৌনে দুই ঘণ্টা খেলা হয়নি। শেষ ৮০ ওভারে তাই প্রায় ৬.৭ রানরেটে ৫৩৬ রান করতে হতো ইংল্যান্ডকে।

এমন সমীকরণে দলীয় ৮৩ রানের মধ্যে পোপের পর হ্যারি ব্রুককেও হারায় ইংল্যান্ড। আগের দিনের সঙ্গে আর কোনো রান যোগ করতে পারেননি পোপ। ব্রুক আউট হন ২৩ রানে।

পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টায় আছেন স্টোকস ও জেমি স্মিথ। হার এড়াতে চাইলে তাই লম্বা সময় ব্যাটিং করে যেতে হবে এই দুজনকে। এই রিপোর্ট লেখার সময় ৫ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে ইংল্যান্ড। স্টোকস ১৮ ও স্মিথ ২২ রানে ব্যাট করছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত