অভিষেকেই সেঞ্চুরি

৪৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ব্রিজকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ২২
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ০০

পাকিস্তানের মাটিতে চলমান ত্রিদেশীয় সিরিজে সোমবার (১০ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ম্যাথু ব্রিটজকের। অভিষেকেই ১৫০ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তাতেই ৪৭ বছরের রেকর্ড ভেঙেছেন তিনি।

আন্তর্জাতিক ওয়ানডের ইতিহাসে অভিষেকে ১৫০ রান করা প্রথম ক্রিকেটার বনে গেলেন ব্রিটজকে। এতোদিন ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রান করার রেকর্ডটি ডেসমন্ড হেইন্সের দখলে ছিল। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রানের ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

ব্রিটজকের রেকর্ডটা গড়া ইনিংসে ভর দিয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩০৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেন উইয়ান মুল্ডার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত