নারী ফুটবল দলের ৬ মাসের সূচি চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ২২: ২০

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আগামী ৬ মাসের সূচি চূড়ান্ত হয়েছে। ২৯ জুন থেকে ৫ জুলাই মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্ব খেলবে বাংলাদেশ।

১১ থেকে ২১ জুলাই বাংলাদেশে হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আসর। ২০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশের মেয়েরা।

বিজ্ঞাপন

২ থেকে ১০ আগস্ট এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম রাউন্ডের খেলা রয়েছে। এই বাছাই পর্ব হবে লাওসে। ৯ থেকে ১৭ অক্টোবর রয়েছে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের খেলা।

তবে এখনো ভেন্যু নির্ধারণ হয়নি। ২০ থেকে ২৮ অক্টোবর ফিফা উইন্ডোতে দুটি হোম কিংবা অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ সিনিয়র নারী দল। এরপর ২৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর উইন্ডোতেও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত