ওকসকে নিয়ে ‘ঘোর’ শঙ্কায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৫: ৪৯
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৫: ৫৭

ডান কাঁধে চোট পেয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন বেন স্টোকস। এবার অধিনায়কের মতো একই ধরনের চোট পেয়েছেন ক্রিস ওকস। তাই ওভাল টেস্টের বাকি অংশে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় পড়ে গেল ইংল্যান্ড।

লন্ডনের দ্য ওভালে চলমান টেস্টের প্রথম দিনের ৫৭তম ওভারের ঘটনা। জেমি ওভাটনের করা সে ওভারের একটি ডেলিভারি চারের উদ্দেশ্যে ড্রাইভ করেন করুন নায়ার। তবে ওকসের দুর্দান্ত ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত চার পাননি নায়ার। মিড অফ থেকে দৌঁড়ে এসে ডাইভ দিয়ে চার ঠেকান ওকস।

বিজ্ঞাপন

চার বাঁচালেও বাঁ কাঁধে চোটন পান ওকস। এরপর বাউন্ডারি লাইনের বাইরে কিছুক্ষণ চোটাক্রান্ত স্থান ধরে বসে থাকতে দেখা যায় তাকে। ব্যথা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সোয়েটারকে স্লিং বানিয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তারকা পেসার। পরিস্থিতি দেখে তখনই মনে হচ্ছিল- হয়তো ওভাল টেস্ট আর খেলতে পারবেন না ওকস। সে শঙ্কায় আরো বেড়েছে গাস অ্যাটকিনসনের কথায়।

প্রথম দিনের খেলা শেষে বিসিবি স্পোর্টসকে অ্যাটকিনসন বলেন, ‘ওকসের অবস্থা আমার কাছে ভালো মনে হয়নি। সে ওভাল টেস্টে খেলতে নামলেই বরং সেটা হবে বিস্ময়ের।’

প্রথম দিনের খেলা শেষে ওকসের স্ক্যান করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রিপোর্ট হাতে পাওয়ার পর ওকসকে নিয়ে বিস্তারিত জানাতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত