ভারতের বড় লিড, বিপদে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০২: ৩০

এজবাস্টন টেস্টে বড় লিড নিয়েছে ভারত। প্রথম ইনিংসে ১৮০ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে আরো ৪২৭ রান যোগ করেছে শুবমান গিলের দল। ৬০৮ রানের পাহাড়সম টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ১৬ ওভারে ৭২ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এখনো পিছিয়ে ৫৩৬ রানে। ক্রিজে আছেন হ্যারি ব্রুক (১৫*) এবং ওলি পোপ (২৪*)।

এর আগে চতুর্থ দিনে ১ উইকেটে ৬৫ রান নিয়ে ব্যাট করতে নামা ভারতে গতকাল আরো যোগ করেছে ৩৬২ রান। সেঞ্চুরি করেছেন গিল (১৬১)। বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে টেস্টে একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করলেন ভারতীয় অধিনায়ক। ডাবল সেঞ্চুরি ও দেড়শ করা প্রথম ক্রিকেটারও। গিলের সঙ্গে হাত মিলিয়েছেন রাহুল (৫৫), পান্ত (৬৫) ও জাদেজা (৬৯)।

এর আগে গিলের ডাবল সেঞ্চুরি (২৬৯), যশস্বী জয়সওয়াল (৮৭) ও রবীন্দ্র জাদেজার (৮৯) ফিফটিতে ভর করে ১৫১ ওভারে ৪৮৭ রান তোলে ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে শুরুতেই ব্যাটিং ধসের পর ব্রুকের ১৫৮ ও স্মিথের ১৮৪ রানে ভর করে ৪০৭ রান করতে পারে তারা।

সংক্ষিপ্ত স্কোর


ভারত : প্রথম ইনিংসে ১৫১ ওভারে ৫৮৭/১০ ও দ্বিতীয় ইনিংসে ৮৩ ওভারে ৪২৭/৬ ডিক্লে. (গিল ১৬১, জাদেজা ৬৯, পান্ত ৬৫, রাহুল ৫৫; টাং ২/৯৩, বশির ২/১১৯)।
ইংল্যান্ড : প্রথম ইনিংসে ৮৯.৩ ওভারে ৪০৭/১০ ও দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৭২/৩ (ডাকেট ২৫, পোপ ২৪*; আকাশ ২/৩৬, সিরাজ ১/২৯)। *চতুর্থ দিন শেষে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত