স্পোর্টস ডেস্ক
এজবাস্টন টেস্টে বড় লিড নিয়েছে ভারত। প্রথম ইনিংসে ১৮০ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে আরো ৪২৭ রান যোগ করেছে শুবমান গিলের দল। ৬০৮ রানের পাহাড়সম টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ১৬ ওভারে ৭২ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এখনো পিছিয়ে ৫৩৬ রানে। ক্রিজে আছেন হ্যারি ব্রুক (১৫*) এবং ওলি পোপ (২৪*)।
এর আগে চতুর্থ দিনে ১ উইকেটে ৬৫ রান নিয়ে ব্যাট করতে নামা ভারতে গতকাল আরো যোগ করেছে ৩৬২ রান। সেঞ্চুরি করেছেন গিল (১৬১)। বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে টেস্টে একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করলেন ভারতীয় অধিনায়ক। ডাবল সেঞ্চুরি ও দেড়শ করা প্রথম ক্রিকেটারও। গিলের সঙ্গে হাত মিলিয়েছেন রাহুল (৫৫), পান্ত (৬৫) ও জাদেজা (৬৯)।
এর আগে গিলের ডাবল সেঞ্চুরি (২৬৯), যশস্বী জয়সওয়াল (৮৭) ও রবীন্দ্র জাদেজার (৮৯) ফিফটিতে ভর করে ১৫১ ওভারে ৪৮৭ রান তোলে ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে শুরুতেই ব্যাটিং ধসের পর ব্রুকের ১৫৮ ও স্মিথের ১৮৪ রানে ভর করে ৪০৭ রান করতে পারে তারা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : প্রথম ইনিংসে ১৫১ ওভারে ৫৮৭/১০ ও দ্বিতীয় ইনিংসে ৮৩ ওভারে ৪২৭/৬ ডিক্লে. (গিল ১৬১, জাদেজা ৬৯, পান্ত ৬৫, রাহুল ৫৫; টাং ২/৯৩, বশির ২/১১৯)।
ইংল্যান্ড : প্রথম ইনিংসে ৮৯.৩ ওভারে ৪০৭/১০ ও দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৭২/৩ (ডাকেট ২৫, পোপ ২৪*; আকাশ ২/৩৬, সিরাজ ১/২৯)। *চতুর্থ দিন শেষে।
এজবাস্টন টেস্টে বড় লিড নিয়েছে ভারত। প্রথম ইনিংসে ১৮০ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে আরো ৪২৭ রান যোগ করেছে শুবমান গিলের দল। ৬০৮ রানের পাহাড়সম টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ১৬ ওভারে ৭২ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এখনো পিছিয়ে ৫৩৬ রানে। ক্রিজে আছেন হ্যারি ব্রুক (১৫*) এবং ওলি পোপ (২৪*)।
এর আগে চতুর্থ দিনে ১ উইকেটে ৬৫ রান নিয়ে ব্যাট করতে নামা ভারতে গতকাল আরো যোগ করেছে ৩৬২ রান। সেঞ্চুরি করেছেন গিল (১৬১)। বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে টেস্টে একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করলেন ভারতীয় অধিনায়ক। ডাবল সেঞ্চুরি ও দেড়শ করা প্রথম ক্রিকেটারও। গিলের সঙ্গে হাত মিলিয়েছেন রাহুল (৫৫), পান্ত (৬৫) ও জাদেজা (৬৯)।
এর আগে গিলের ডাবল সেঞ্চুরি (২৬৯), যশস্বী জয়সওয়াল (৮৭) ও রবীন্দ্র জাদেজার (৮৯) ফিফটিতে ভর করে ১৫১ ওভারে ৪৮৭ রান তোলে ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে শুরুতেই ব্যাটিং ধসের পর ব্রুকের ১৫৮ ও স্মিথের ১৮৪ রানে ভর করে ৪০৭ রান করতে পারে তারা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : প্রথম ইনিংসে ১৫১ ওভারে ৫৮৭/১০ ও দ্বিতীয় ইনিংসে ৮৩ ওভারে ৪২৭/৬ ডিক্লে. (গিল ১৬১, জাদেজা ৬৯, পান্ত ৬৫, রাহুল ৫৫; টাং ২/৯৩, বশির ২/১১৯)।
ইংল্যান্ড : প্রথম ইনিংসে ৮৯.৩ ওভারে ৪০৭/১০ ও দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৭২/৩ (ডাকেট ২৫, পোপ ২৪*; আকাশ ২/৩৬, সিরাজ ১/২৯)। *চতুর্থ দিন শেষে।
ভুটানের লিগে খেলতে গিয়ে গোলবন্যা বইয়ে দিচ্ছেন বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে সাবেক অধিনায়ক সাবিনা খাতুন আছেন ফর্মের তুঙ্গে।
২ ঘণ্টা আগেটানা তিন জয়ে ফাইনালের টিকেট নিশ্চিত হয়েছিল আগেই। সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল রংপুর রাইডার্সের জন্য ফাইনালের আগে গা গরমের ম্যাচ। তবে প্রস্তুতিটা ভালো হলো না গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। বিবর্ণ ব্যাটিং উপহার দিয়েছে নুরুল হাসান সোহানের দল।
৩ ঘণ্টা আগেইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক ব্যাটার জ্যাক রাসেল এখন পুরোদস্তুর চিত্রশিল্পী। তিনি শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তির বিপক্ষে খেলেছিলেন। একই দলে ছিলেন অনিল কুম্বলে, মোহাম্মদ আজহারউদ্দিনের মতো তারকারা।
৩ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় আজ বিকেল ৫টায় হারারেতে শুরু হবে ম্যাচটি।
৩ ঘণ্টা আগে