জিম্বাবুয়ের জন্য ৩০০ রানই অনেক কঠিন হবে: মিরাজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০০: ০০

সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় আটকে ছিল বাংলাদেশ। তবে মেহেদি হাসান মিরাজের দারুণ বোলিংয়ে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের চাওয়া লিডটা হোক ৩৫০-৪০০ এমনটাই জানিয়েছেন দিনশেষে সংবাদ সম্মেলনে আসা মেহেদি হাসান মিরাজ।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরুর আগে বারবারই জয়ের আশার কথা শুনিয়েছে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর খানিকটা শঙ্কা জাগে বাংলাদেশের জয় নিয়ে। ১১তমবারের মতো ফাইফারের দেখা পাওয়া মেহেদি হাসান মিরাজ বলেন, ‘প্রথমে আমাদের লিডটা পার করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য থাকবে লিড যেন পার করতে পারি। তারপর ব্যাটাররা দায়িত্ব নিয়ে যেন একটা স্কোর করতে পারি।’

বিজ্ঞাপন

তিনি আরো যোগ করেন, ‘এখন যে উইকেট আছে, আমার মনে হয় আমরা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ৩৫০ থেকে যদি ৪০০ রান করতে পারি, তবে তা আমাদের দলের জন্য অনেক ভালো হবে।’ মিরাজ জানান, চতুর্থ ইনিংসে ৩০০ রান করাটাই কঠিন হয়ে পড়বে জিম্বাবুয়ের। এ নিয়ে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে যদি ৩০০ রান লক্ষ্য দেওয়া হয়, চতুর্থ ইনিংসে এটা প্রতিপক্ষের জন্য অনেক কঠিন। কারণ, উইকেটে অনেক পরিবর্তন আসবে। কিন্তু আমাদের ব্যাটারদের ওই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত