জাতীয় বয়সভিত্তিক সাঁতারে রেকর্ড গড়লেন মাইশা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২১ মে ২০২৫, ২৩: ০০

জাতীয় বয়স ভিত্তিক সাঁতারে নতুন রেকর্ড গড়েছেন বিকেএসপির মাইশা আক্তার মিম। বুধবার (২১ মে) প্রতিযোগিতার প্রথম দিন বালিকা ১৫-১৭ বয়স বিভাগে ১০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে ১ মিনিট ৭.৫৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জিতেছেন মিম। এতে ২০১২ সালে গড়া আনসারের নাজমা খাতুনের রেকর্ড ভেঙে দিলেন তিনি। প্রথম দিন ২৪টি ইভেন্ট হয়েছে। পদক তালিকার শীর্ষে আছে বিকেএসপি। তারা ১৭টি করে স্বর্ণ ও রৌপ্য এবং ৭টি ব্রোঞ্জ পদক জিতেছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন সুইমিং ফেডাশেনের সহ-সভাপতি ও মিয়া ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিয়া ভাই। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহীন। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপিসহ মোট ৮০টি দলের প্রায় ৫৫০ জন সাঁতারু অংশ নিয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত