চোট জর্জর নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৯: ২০

নিউজিল্যান্ড দলকে এখন হাসপাতাল বললে বোধহয় ভুল কিছু হবে না। চোট সমস্যায় আছে দলটির ৪ ক্রিকেটার। এই তালিকার সবশেষ সংযোজন উইল ও রুর্ক।

জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে পিঠে চোট পান রুর্ক। দেশে ফিরে পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন এই পেসার। রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায়- স্ট্রেট ফ্র্যাকচার হয়েছে রুর্কের। এজন্য অন্তত ৩ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ২৪ বছর বয়সী ক্রিকেটার।

বিজ্ঞাপন

মেজর লিগ ক্রিকেটে ডান পায়ে চোট পান ফিন অ্যালেন। সুস্থ হওয়ার জন্য অস্ত্রোপচার করাতে হয়েছে এই মারকুটে ব্যাটারকে। মাঠে ফেরার জন্য তাকেও অন্তত ৩ মাসের মতো অপেক্ষা করতে হবে।

কুঁচকির চোটের কারণে জিম্বাবুয়ে সফরে খেলতে পারেননি গ্লেন ফিলিপস। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফেরার কথা ছিল তার। কিন্তু প্রত্যাশিত উন্নতি না হওয়ায় সে অপেক্ষা বেড়েছে। ফিলিপস ঠিক কবে মাঠে ফিরবেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।

মিচেল স্যান্টনারকে নিয়েও চিন্তায় পড়েছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে কুঁচকিতে চোট পান এই অলরাউন্ডার। এজন্য অ্যাবডমিনালে অস্ত্রোপচার করাতে হবে তাকে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে ব্ল্যাক ক্যাপসদের সাদা বলের অধিনায়ক সুস্থ হতে পারেন কিনা সেটা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত