বিপিএল

বিদেশিদের পারিশ্রমিক নিয়ে বিসিবির পদক্ষেপ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ০৩
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ০২

সদ্য শেষ হওয়া বিপিএলে বিদেশি খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দেয় দুর্বার রাজশাহী। এছাড়া আরও কয়েকটি ফ্রাঞ্চাইজিকে ঘিরেও এই বিতর্ক ছিল। সব মিলিয়ে পারিশ্রমিক ইস্যুতে বেশ বদনাম হয়েছে বিপিএল তথা বাংলাদেশ ক্রিকেটের। তাই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিসিবি। বিপিএলে অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়দের আর্থিক বিষয়টি মাথায় রেখে ৩টি পদক্ষেপ নিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিসিবি।

পদক্ষেপগুলো হলো:

বিজ্ঞাপন

১.সরাসরি বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক ব্যবস্থাপনা: বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ম্যাচ ফি’র দায়িত্ব নেবে বিসিবি নেবে। সময়মত ও স্বচ্ছভাবে বিদেশি খেলোয়াড়দের অর্থ প্রদান নিশ্চিত করবে তারা।

২. লজিস্টিক্যাল সাপোর্ট: বিপিএল শেষ করে বিদেশি খেলোয়াড়রা যেন ভালোভাবে ফেরত যেতে পারে এজন্য সমস্ত লজিস্টিক সাপোর্ট দেবে বিসিবি।

৩. ফ্র্যাঞ্চাইজির সাথে উন্নত আর্থিক প্রটোকল: কঠোর আর্থিক প্রোটোকল প্রতিষ্ঠা, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং অর্থপ্রদানের প্রক্রিয়াগুলোকে সুগম করতে ফ্রাঞ্চাইজিদের ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে বিসিবি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত