সুযোগ কাজে লাগাতে ব্যর্থ

এবার দল থেকেই বাদ লাবুশান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১৫: ২৮

সাদা পোশাকের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিশ্বস্ত মুখ হয়ে উঠেছিলেন মার্নাশ লাবুশান। যদিও লম্বা সময় ধরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। তাকে ফর্মে ফেরানোর জন্য চেষ্টার কোনো কমতি রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সুযোগ কাজে লাগাতে না পারায় এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লেন এই তারকা ব্যাটার।

সবশেষ ২০২৩ সালে টেস্টে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান লাবুশান। এরপর থেকেই সেভাবে হাসছিল না তার ব্যাট। ২০২৩-২৫ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। স্বরূপে ফেরাতে সে ম্যাচে লাবুশানকে দিয়ে ইনিংস ওপেন করিয়েছে সিএ ম্যানেজমেন্ট। তাতেও কাজের কাজ কিছু হয়নি। লাল বলের বিশ্বকাপের ফাইনালের দুই ইনিংসে লাবুশানের ব্যাট থেকে আসে যথাক্রমে ১৭ ও ২২ রান।

বিজ্ঞাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের রেশ না কাটতেই মাঠে নামছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে অজিরা। আগামী ২৫ জুন সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা। আসন্ন ম্যাচটির জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছেন সিএ’র নির্বাচকরা। লাবুশানের মতো সে দলে জায়গা হয়নি স্টিভ স্মিথের। যদিও সেটা অফফর্মের কারণে নয়- চোট পেয়েছেন সাবেক অধিনায়ক। তাদের পরিবর্তে দলে ফেরানো হয়েছে জশ ইংলিশ ও স্যাম কনস্টাসকে।

এর আগে সবশেষ ২০১৯ সালে অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন লাবুশান। অফফর্মের কারণে ছয় বছর পর ফের দল থেকে বাদ পড়লেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত