নীল নকশার নির্বাচন বাতিল না করলে ক্রিকেট লিগ বর্জনের হুমকি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০১: ৩২
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৪: ০০

বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন নিয়ে নাটক থামার নয়। এবার তিন দফা দাবি না মানলে নির্বাচন বর্জনের হুমকি দিয়েছেন ঢাকার ক্লাবগুলোর সংগঠকরা। গতকাল ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব প্রাঙ্গনে ‘বিসিবি নির্বাচনে নোংরামির বিরুদ্ধে ক্লাব, সংগঠক ও কাউন্সিলরদের প্রতিবাদ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবি নির্বাচনে মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান।

বিজ্ঞাপন

একই মঞ্চে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম বাবু, লুৎফর রহমান বাদল, লোকমান হোসেন ভূঁইয়া, জিএস হাসান তামিম, খালেদ মাহমুদ সুজনসহ বেশ কয়েকজন অভিজ্ঞ সংগঠক। এই সংবাদ সম্মেলনে দাবি করা হয় তাদের দাবির পক্ষে আছে ঢাকার ৪৮ ক্লাব।

সংবাদ সম্মেলনের শুরুতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা ছিল, ‘বিতর্কিত নির্বাচনের নীলনকশা বাতিল না করা হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে বাংলাদেশের কোনো ক্লাব অংশ নেবে না।’ একই বিজ্ঞপ্তিতে জেলা ও বিভাগ থেকে নির্বাচিত কাউন্সিলর তালিকায় সরকারি হস্তক্ষেপের অভিযোগও তোলা হয়।

এই সংগঠকদের দাবি, বিসিবি নির্বাচনের তফসিল বাতিল করে বর্তমান কমিটির মেয়াদ বাড়িয়ে কিংবা অ্যাডহক কমিটি করে নতুন করে নির্বাচন আয়োজন করা। তা না হলে আসন্ন মৌসুম থেকে লিগ বর্জনের হুমকি দিয়ে রাখেন তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত