আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওয়ানডে থেকেও অবসরে যাচ্ছেন কোহলি-রোহিত!

স্পোর্টস ডেস্ক
ওয়ানডে থেকেও অবসরে যাচ্ছেন কোহলি-রোহিত!
বিরাট কোহলি ও রোহিত শর্মা

বিরাট কোহলি ও রোহিত শর্মার দৃষ্টি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে। বৈশ্বিক এ আসরে খেলার জন্যই টেস্ট ও টি-টোয়েন্টিকে গুডবাই জানিয়ে দিয়েছেন এই দুই সুপারস্টার। দুজনের সেই ইচ্ছা পূরণ হবে কি না, তা নিয়ে এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে খবর ছড়িয়ে পড়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাপে আগামী দুই মাসের মধ্যে একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিতে পারেন কোহলি-রোহিত।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র দৈনিক জাগরণকে বলেন, ‘২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা রয়েছে তাতে কোহলি ও রোহিত নেই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন