অবশেষে নতুন টেস্ট অধিনায়ক পেল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৫: ১২
আপডেট : ২৪ মে ২০২৫, ১৫: ২৮

রোহিত শর্মা অবসর নেওয়ায় ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব পাবেন কে সেটা নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে সব আলোচনার ইতি টানল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুভমান গিলকে সাদা পোশাকের ক্রিকেটের নেতৃত্ব দিয়েছে সংস্থাটি।

প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে ভারতীয় দলের নেতৃত্ব পেলেন গিল। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে নতুন পথচলা শুরু হবে এই তারকা ব্যাটারের। তার ডেপুটি হিসেবে পন্তের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেটের অভিভাবক সংস্থা।

বিজ্ঞাপন

অধিনায়কের পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দলও ঘোষণা করেছে বিসিসিআই। প্রথমবারের মতো এই সংস্করণে নেওয়া হয়েছে সাই সুদর্শন ও আর্শদীপ সিংকে। সাত বছর পর দলে ফেরানো হয়েছে ব্যাটার করুন নায়ারকে।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), পন্ত, যসশ্বী জয়সওয়াল, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, আকাশ দীপ, নিতিশ কুমার, করুন নায়ার, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জোরেল, লোকেশ রাহুল, অভিমানু ইশ্বরন, সাই সুদর্শন, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরা, শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত