দ্রুততম ফিফটিতে ভিলিয়ার্সের রেকর্ড ভাগ বসালেন ফোর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ২০: ৩৪
ঝড়ো ফিফটির পর ম্যাথু ফোর্ড। ছবি: এএফপি

ম্যাথু ফোর্ডের মূল পরিচয় বোলার। তবে দলের প্রয়োজনে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটার হয়ে উঠলেন ওয়েস্ট ইন্ডিজের এই খেলোয়াড়। ঝড়ো ব্যাটিংয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড স্পর্শ করলেন উইন্ডিজ পেসার। সেই সঙ্গে বসলেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের পাশে।

বিজ্ঞাপন

ডাবলিনে শুক্রবার (২৩ মে) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৬ বলে ফিফটি পূর্ণ করেন ফোর্ড। এই ফিফটি দিয়েই ভিলিয়ার্সের রেকর্ডের ভাগিদার হলেন ফোর্ড। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৯ রানের ইনিংসে ১৬ বলে ফিফটি করেছিলেন ডি ভিলিয়ার্স।

ফোর্ড এ দিন আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ৮ ছক্কা ও ২ চারে ১৯ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৫৬ রানই আসে বাউন্ডারি থেকে। ইনিংসে স্ট্রাইক রেট ৩০৫.২৬! ফোর্ডের ইনিংসে ৮ ছক্কা ছক্কা ওয়ানডেতে আট বা এর নিচে ব্যাটিংয়ে নেমে কারও সর্বোচ্চ। এখানে আগের সর্বোচ্চ ছক্কা ছিল ৭টি।

২০০৩ সালে শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে আটে নেমে ৫৩ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন পাকিস্তানের আব্দুল রাজ্জাক। সেই ইনিংসে ছক্কা ছিল ৭ টি। ২০১৫ সালে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আটে নেমে হংকংয়ের অধিনায়ক তানভির আফজালও ৩৩ বলে ৭৩ রানের ইনিংসেও ছক্কা হাঁকান ৭টি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত