স্পোর্টস রিপোর্টার
তাওহিদ হৃদয়ের শাস্তি কমাতে ঢাকা প্রিমিয়ার লিগের বাইলজে পরিবর্তন আনে বিসিবি। এই ঘটনার নীরব প্রতিবাদ হিসেবে ডিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের পদ ছেড়েছেন এনামুল হক মনি। এবার মাঠে তাওহিদ হৃদয়ের অসদাচারণের জন্য ম্যাচ রেফারির কাছে অভিযোগ তোলা আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত বিসিবির চাকরি ছাড়ছেন। অনেকটাই ক্ষুব্ধ হয়েই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। তিনি জানান, এই বিষয়ে তিনি কোনো ধরনের মন্তব্য করতে চান না।
ডিপিএলের লিগপর্বের শেষ রাউন্ডে আবাহনী-মোহামেডান ম্যাচে এই ঘটনার সূত্রপাত। আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকতের সঙ্গে তর্কে জড়ান তাওহিদ হৃদয়। পরে ম্যাচ শেষে সৈকতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। দুই ঘটনায় তাওহিদ হৃদয়কে আর্থিক জরিমানার পাশাপাশি ৭ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
৭ ডিমেরিট পয়েন্ট পাওয়া তাওহিদ হৃদয় বাইলজ অনুযায়ী দুই ম্যাচ নিষিদ্ধ থাকতেন। তবে এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটানোর পরই বিসিবি বাইলজে পরিবর্তন আনেন। তাতে এক ম্যাচ নিষিদ্ধ থাকার পরই মাঠে নামার সুযোগ পান তাওহিদ হৃদয়। বিসিবির এমন বাইলজ পরিবর্তনের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ডিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এনামুল হক মনি ও শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। এনামুল হক মনির পদত্যাগের একদিন পর সরে দাঁড়ালেন সৈকত।
বিসিবির চাকরি ছেড়ে দেওয়ায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ম্যাচে তাকে আর আম্পায়ারিং করতে দেখা যাবে না। নিজের এই সিদ্ধান্ত নিয়ে কোনো কথা না বললেও বাইলজ পরিবর্তনের এই ব্যাপারে যে তিনি ক্ষুব্ধ সেটা স্পষ্ট ছিল তার কথায়। এমন কী আম্পায়ার্স বিভাগে কর্মকর্তাদের মধ্যেও এই ঘটনায় কাজ করছে চাপা ক্ষোভ। যেটা স্পষ্ট তাদের কথা বার্তায়।
বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। গত বছর এলিট প্যানেলে জায়গা পাওয়া এই আম্পায়ার এবারও নিজের অবস্থান ধরে রেখেছেন।
তাওহিদ হৃদয়ের শাস্তি কমাতে ঢাকা প্রিমিয়ার লিগের বাইলজে পরিবর্তন আনে বিসিবি। এই ঘটনার নীরব প্রতিবাদ হিসেবে ডিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের পদ ছেড়েছেন এনামুল হক মনি। এবার মাঠে তাওহিদ হৃদয়ের অসদাচারণের জন্য ম্যাচ রেফারির কাছে অভিযোগ তোলা আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত বিসিবির চাকরি ছাড়ছেন। অনেকটাই ক্ষুব্ধ হয়েই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি আইসিসির এলিট প্যানেল আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। তিনি জানান, এই বিষয়ে তিনি কোনো ধরনের মন্তব্য করতে চান না।
ডিপিএলের লিগপর্বের শেষ রাউন্ডে আবাহনী-মোহামেডান ম্যাচে এই ঘটনার সূত্রপাত। আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকতের সঙ্গে তর্কে জড়ান তাওহিদ হৃদয়। পরে ম্যাচ শেষে সৈকতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। দুই ঘটনায় তাওহিদ হৃদয়কে আর্থিক জরিমানার পাশাপাশি ৭ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
৭ ডিমেরিট পয়েন্ট পাওয়া তাওহিদ হৃদয় বাইলজ অনুযায়ী দুই ম্যাচ নিষিদ্ধ থাকতেন। তবে এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটানোর পরই বিসিবি বাইলজে পরিবর্তন আনেন। তাতে এক ম্যাচ নিষিদ্ধ থাকার পরই মাঠে নামার সুযোগ পান তাওহিদ হৃদয়। বিসিবির এমন বাইলজ পরিবর্তনের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ডিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এনামুল হক মনি ও শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। এনামুল হক মনির পদত্যাগের একদিন পর সরে দাঁড়ালেন সৈকত।
বিসিবির চাকরি ছেড়ে দেওয়ায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ম্যাচে তাকে আর আম্পায়ারিং করতে দেখা যাবে না। নিজের এই সিদ্ধান্ত নিয়ে কোনো কথা না বললেও বাইলজ পরিবর্তনের এই ব্যাপারে যে তিনি ক্ষুব্ধ সেটা স্পষ্ট ছিল তার কথায়। এমন কী আম্পায়ার্স বিভাগে কর্মকর্তাদের মধ্যেও এই ঘটনায় কাজ করছে চাপা ক্ষোভ। যেটা স্পষ্ট তাদের কথা বার্তায়।
বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। গত বছর এলিট প্যানেলে জায়গা পাওয়া এই আম্পায়ার এবারও নিজের অবস্থান ধরে রেখেছেন।
৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
৪ মিনিট আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
২৮ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১ ঘণ্টা আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
১ ঘণ্টা আগে