আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আঞ্চলিক ক্রিকেট কাঠামোই আমিনুলের প্রথম অগ্রাধিকার

স্পোর্টস রিপোর্টার
আঞ্চলিক ক্রিকেট কাঠামোই আমিনুলের প্রথম অগ্রাধিকার
আমিনুল ইসলাম বুলবুল, ছবি: বিসিবি

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অধীনে প্রথম বোর্ডসভায় আঞ্চলিক ক্রিকেট কাঠামো পাইলট প্রজেক্টের মাধ্যমে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে গতকাল তিনি জানান, তার প্রথম অগ্রাধিকার আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়ে কাজ করা। যে কোনো উপায়েই এই কাজ তিনি করতে চান বলে জানান বুলবুল। এর জন্য জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পর্যাপ্ত সমর্থনও পাচ্ছেন বলে জানান।

বিজ্ঞাপন

গতকাল এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব জানান আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট স্ট্যাটাস পাওয়ার সময় আইসিসির কাছে আঞ্চলিক ক্রিকেট কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। তবে দীর্ঘ ২৫ বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি আঞ্চলিক ক্রীড়া সংস্থা। এজন্যই এটা অগ্রাধিকার পাচ্ছে জানিয়ে বুলবুল বলেন, ‘২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আঞ্চলিক সংস্থার কাঠামো নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি। আমরা যেভাবেই হোক, ব্যুরোক্রেটিক হয়ে হোক, এনএসসিও আমাদের সমর্থন দিচ্ছে।’

আঞ্চলিক ক্রিকেট সংস্থা কার্যকর করার আগে পুরো দেশে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়ে বুলবুলের ভাষ্য, ‘এর আগে আমরা শুধু ক্রিকেট নিয়ে দেশের সব জায়গায় আঞ্চলিক সংস্থার মতো করে ছড়িয়ে যাচ্ছি খুব শিগগিরই। আইসিসির কাছে এটা আমাদের একটা প্রতিশ্রুতি ছিল। এখন এটা আমাদের এক নম্বর প্রায়োরিটি। অবশ্যই ক্রিকেট দলের পারফরম্যান্সও এর সঙ্গে আছে।’ তিনি আরো যোগ করেন, ‘ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করব। আমরা রিজিয়নগুলোকে কিন্তু বোর্ড থেকে কোনো অনুদান দেব না। তাদের পারফরম্যান্স, ক্রিকেটারের সংখ্যা, সুবিধাদি, কোচ, আম্পায়ারদের সংখ্যা মিলিয়ে অর্জন করে নিতে হবে। সবকিছু মিলিয়ে তারা যেভাবে কাজ করবে, সেভাবে তাদের ফান্ডিং দেওয়া হবে। এই ফান্ডিং মডেলটাও আমরা করে দিচ্ছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন