
স্পোর্টস রিপোর্টার

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অধীনে প্রথম বোর্ডসভায় আঞ্চলিক ক্রিকেট কাঠামো পাইলট প্রজেক্টের মাধ্যমে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে গতকাল তিনি জানান, তার প্রথম অগ্রাধিকার আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়ে কাজ করা। যে কোনো উপায়েই এই কাজ তিনি করতে চান বলে জানান বুলবুল। এর জন্য জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পর্যাপ্ত সমর্থনও পাচ্ছেন বলে জানান।
গতকাল এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব জানান আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট স্ট্যাটাস পাওয়ার সময় আইসিসির কাছে আঞ্চলিক ক্রিকেট কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। তবে দীর্ঘ ২৫ বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি আঞ্চলিক ক্রীড়া সংস্থা। এজন্যই এটা অগ্রাধিকার পাচ্ছে জানিয়ে বুলবুল বলেন, ‘২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আঞ্চলিক সংস্থার কাঠামো নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি। আমরা যেভাবেই হোক, ব্যুরোক্রেটিক হয়ে হোক, এনএসসিও আমাদের সমর্থন দিচ্ছে।’
আঞ্চলিক ক্রিকেট সংস্থা কার্যকর করার আগে পুরো দেশে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়ে বুলবুলের ভাষ্য, ‘এর আগে আমরা শুধু ক্রিকেট নিয়ে দেশের সব জায়গায় আঞ্চলিক সংস্থার মতো করে ছড়িয়ে যাচ্ছি খুব শিগগিরই। আইসিসির কাছে এটা আমাদের একটা প্রতিশ্রুতি ছিল। এখন এটা আমাদের এক নম্বর প্রায়োরিটি। অবশ্যই ক্রিকেট দলের পারফরম্যান্সও এর সঙ্গে আছে।’ তিনি আরো যোগ করেন, ‘ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করব। আমরা রিজিয়নগুলোকে কিন্তু বোর্ড থেকে কোনো অনুদান দেব না। তাদের পারফরম্যান্স, ক্রিকেটারের সংখ্যা, সুবিধাদি, কোচ, আম্পায়ারদের সংখ্যা মিলিয়ে অর্জন করে নিতে হবে। সবকিছু মিলিয়ে তারা যেভাবে কাজ করবে, সেভাবে তাদের ফান্ডিং দেওয়া হবে। এই ফান্ডিং মডেলটাও আমরা করে দিচ্ছি।’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অধীনে প্রথম বোর্ডসভায় আঞ্চলিক ক্রিকেট কাঠামো পাইলট প্রজেক্টের মাধ্যমে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে গতকাল তিনি জানান, তার প্রথম অগ্রাধিকার আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়ে কাজ করা। যে কোনো উপায়েই এই কাজ তিনি করতে চান বলে জানান বুলবুল। এর জন্য জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পর্যাপ্ত সমর্থনও পাচ্ছেন বলে জানান।
গতকাল এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব জানান আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট স্ট্যাটাস পাওয়ার সময় আইসিসির কাছে আঞ্চলিক ক্রিকেট কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। তবে দীর্ঘ ২৫ বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি আঞ্চলিক ক্রীড়া সংস্থা। এজন্যই এটা অগ্রাধিকার পাচ্ছে জানিয়ে বুলবুল বলেন, ‘২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আঞ্চলিক সংস্থার কাঠামো নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি। আমরা যেভাবেই হোক, ব্যুরোক্রেটিক হয়ে হোক, এনএসসিও আমাদের সমর্থন দিচ্ছে।’
আঞ্চলিক ক্রিকেট সংস্থা কার্যকর করার আগে পুরো দেশে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়ে বুলবুলের ভাষ্য, ‘এর আগে আমরা শুধু ক্রিকেট নিয়ে দেশের সব জায়গায় আঞ্চলিক সংস্থার মতো করে ছড়িয়ে যাচ্ছি খুব শিগগিরই। আইসিসির কাছে এটা আমাদের একটা প্রতিশ্রুতি ছিল। এখন এটা আমাদের এক নম্বর প্রায়োরিটি। অবশ্যই ক্রিকেট দলের পারফরম্যান্সও এর সঙ্গে আছে।’ তিনি আরো যোগ করেন, ‘ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করব। আমরা রিজিয়নগুলোকে কিন্তু বোর্ড থেকে কোনো অনুদান দেব না। তাদের পারফরম্যান্স, ক্রিকেটারের সংখ্যা, সুবিধাদি, কোচ, আম্পায়ারদের সংখ্যা মিলিয়ে অর্জন করে নিতে হবে। সবকিছু মিলিয়ে তারা যেভাবে কাজ করবে, সেভাবে তাদের ফান্ডিং দেওয়া হবে। এই ফান্ডিং মডেলটাও আমরা করে দিচ্ছি।’

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ তাদের সামনে ছিল সিরিজ জয়ের মোক্ষম সুযোগ। তবে সেটা হতে দিলেন না ফাহিম আশরাফ-সাইম আইয়ুবরা।
৬ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর ছুটিতে গেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই গত বৃহস্পতিবার থেকে ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ঢাকায় না থাকলেও কোচ কাবরেরার ছকেই দলের অনুশীলন হচ্ছে বলে জানালেন সহকারী কোচ হাসান আল মামুন।
৮ ঘণ্টা আগে
প্রথম দুই টি-টোয়েন্টিতে আগেই হার মেনেছিল বাংলাদেশ। এবার শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতেও মিলল না সান্ত্বনার জয়। ছন্দটা ধরে রেখে এবারও জিতল ওয়েস্ট ইন্ডিজ। জয়টা এসেছে ৫ উইকেটে- ১৯ বল হাতে রেখেই।
৮ ঘণ্টা আগে
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়া বিদায় নিতেই অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ম্যাচশেষে হিলি জানান, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ। সে হিসাবে পরবর্তী বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন এই অজি তারকা।
৯ ঘণ্টা আগে