বাংলাদেশ মাঠে নামার আগে এগিয়েছিল ২-১ ব্যবধানে। স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন নিয়েই আজ বুধবার কক্সবাজারে নেমেছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে লাল-সবুজের প্রতিনিধিদের সেই স্বপ্ন পূরণ হয়নি। স্বাগতিকদের সিরিজ জয়ের অপেক্ষাটা বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানের মেয়েরা। চতুর্থ টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছেন বাংলাদেশের মেয়েরা।
এ হারে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ২-২ সমতা বিরাজ করছে। এজন্য সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনালে। আগামীকাল শুক্রবার হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি। ভেন্যু সেই একইÑকক্সবাজার।
শুরুতে ব্যাটিং করে বাংলাদেশ অবশ্য পেয়েছিল লড়াকু পুঁজি। পাকিস্তানের মেয়েদের সামনে ছুড়ে দিয়েছিল ১২৭ রানের লক্ষ্য। আগের তিন ম্যাচের স্কোর বিবেচনায় এটা বড় স্কোরই ছিল। কেননা আগের তিন ম্যাচের কোনোটাতেই ১০০ রানও কোনো দল সংগ্রহ করতে পারেনি।
১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করেন পাকিস্তানের মেয়েরা। অথচ দলীয় ৫৮ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। বাংলাদেশের জার্সিতে ৩ উইকেট শিকার করেন জারিন তাসনিম। দেশের মেয়েদের দুরন্ত বোলিং সামলে ব্যাট হাতে লড়াই করে যান ফিজ্জা ফিয়াজ ও পাকিস্তান অধিনায়ক ইমান নাসের।
ফিয়াজ-নাসের ৬৯ রানের হার না মানা দুরন্ত পার্টনারশিপ গড়ে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন। ১৪৮.৫৭ স্ট্রাইক রেটে ৫২ রানের অপরাজিত থাকার ইনিংস উপহার দেন ফিয়াজ। ৩৫ বলের ইনিংসটি সাজান ৫ চার ও ৩ ছক্কার মারে। আর ৪ চারে ৪২ রানে অপরাজিত থেকে যান উদ্বোধনী ব্যাটার নাসের।
বাংলাদেশের কোনো ব্যাটারই হাফসেঞ্চুরির দেখা পাননি। ১২৭ রানের সংগ্রহটা দাঁড়িয়েছিল জান্নাতের ৩৫ রানের দারুণ কার্যকর এক ইনিংসের ওপর ভর করে। ওপেনার সুমাইয়া আক্তারের ২০ রানের সঙ্গে ২৪ রানে অপরাজিত থেকে মায়মুনা নেহার। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন রোজিনা আকরাম ও মেমুনা খালিদ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১২৬/৭, ২০ ওভার
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল : ১২৭/৪, ১৮.১ ওভার
ফল : পাকিস্তান ৬ উইকেটে জয়ী।

