তিন-তিনবার তারিখ চূড়ান্ত করেও প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে নামাতে পারেনি বিসিবি। এবার চতুর্থবারের মতো পেছানো হলো এই লিগ। আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও আগামী ১৪ ডিসেম্বর থেকে লিগ শুরু করবে বিসিবি। এর আগে আজ মিরপুরে ঢাকার লিগ নিয়ে সংবাদ সম্মেলন করেন বিসিবির চার পরিচালক। মূলত ঢাকার ক্লাব ক্রিকেট বর্জনের ঘোষণা দেওয়া ‘বিদ্রোহীদের’ ফেরাতে বিসিবি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে বিদ্রোহী ক্লাবগুলোকে ফেরার আহ্বান জানান তারা।
বিদ্রোহী ক্লাবগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টায় প্রথম তিন দফায় লিগ পিছিয়ে দেয় বিসিবি। তবে শেষ পর্যন্ত সেই সমঝোতা হয়নি। ফলে বিদ্রোহীদের ছাড়াই ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করবে বিসিবি। তবে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি না পাওয়ায় বিদ্রোহী ক্লাবগুলোকেও প্রথম বিভাগ ক্রিকেট লিগের সূচিতে রাখা হচ্ছে বলে জানান ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান আদনান রহমান দীপন। সেখানেই তিনি জানান, মাঠ প্রস্তুতিতে খানিকটা দেরি হওয়ায় আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তিনি বলেন, ‘দেখুন আমরা অফিসিয়ালি তো ২০টি দলই ধরে রাখব। কারণ, আমরা এ ধরনের মৌখিক বার্তা পাচ্ছি। বাট আমরা ফিকশ্চার ছাড়ছি ২০টি দলকে নিয়ে।’
২০ দল নিয়ে লিগ শুরু করার প্রস্তুতি থাকলেও প্রথম রাউন্ডের পর কমে যেতে পারে দলের সংখ্যা। বাইলজ অনুযায়ী লিগে অংশ নেওয়া কোনো দল ম্যাচে অংশগ্রহণ না করলে সরাসরি অবনমিত হয়ে যায়। সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্লাবগুলোকে মাঠে ফেরার আহ্বান জানালেও আনুষ্ঠানিক কোনো চিঠি দেয়নি বিসিবি। তবে প্রথম বিভাগ ক্রিকেট লিগের বাইলজে এটা লেখা আছে জানিয়ে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ বলেন, ‘খেলা শুরুর আগে প্রত্যেক দলের কাছে বাইলজ চলে যায়। ওখানে পরিষ্কার লেখা আছে। মানে, কী করলে কী হবে। নতুন করে জানানোর কিছু নেই।’
এদিকে ঢাকার ক্লাব ক্রিকেটের বিদ্রোহীদের দাবি, তাদের সঙ্গে আছে ৪৫ ক্লাব। অন্যদিকে সবশেষ নির্বাচনে সবচেয়ে বেশি ৪২ ভোট পেয়েছেন পরিচালক নির্বাচিত হওয়া শাহনিয়ান তানিম ও ফারুক আহমেদ। অর্থাৎ, মোট ৭৬ ক্লাবের মধ্যে ৪২টি নির্বাচনে অংশ নিয়েছিল। তাহলে এখন বিসিবি নির্বাচনে অংশ নেওয়া ক্লাবগুলো কেন সরে গেলÑএ প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ‘খেলতে না চাওয়া আর ভোট না দেওয়া এক জিনিস নয়। ওখানকার যারা খেলতে চাচ্ছে বা চাচ্ছে না, তাদের মধ্যে অধিকাংশ ভোট দিয়ে গেছে নির্বাচনে।’
এখন পর্যন্ত প্রথম বিভাগ ক্রিকেট লিগে ২০ দলের মধ্যে ১২টি অংশ নেবে বলে জানা গেছে। এমনকি এই ১২টি দলই অংশ নিয়েছিল দলবদলে। তাহলে বাকি দলে থাকা ক্রিকেটারদের ভবিষ্যৎ কী হবে। তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা থাকছে কি না, সে প্রশ্নের জবাবে ফারুক আহমেদের ভাষ্য ছিল, ‘এ মুহূর্তে প্রথম বিভাগ মানে ঘরোয়া ক্রিকেটটা মাঠে গড়ানো খুব গুরুত্বপূর্ণ।’
তিনি আরো যোগ করেন, ‘তাদের যদি অর্থনৈতিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়, তাহলে তাদের খেলার সুযোগটা হচ্ছে না। এটা তো তাদের ক্যারিয়ারের জন্য ভালো নয়। সে ব্যাপারে বোর্ড চিন্তাভাবনা করছে। এটা হলো প্রথম অ্যানসার। আমরা ধীরে ধীরে দেখি প্রেজেন্টেশনে কি হয়। তখন আমাদের সময় হবে।’
বিভিন্ন অভিযোগ আর শঙ্কার মধ্যে চার দফা পিছিয়ে আগামী ১৪ ডিসেম্বর থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিসিবি। সব শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত এই লিগ বিসিবি আয়োজন করতে পারবে কি নাÑসেটাই এখন দেখার অপেক্ষা।

