ক্যান্সারজয়ী বার্গারের দৃঢ়তায় সেমিফাইনালে জার্মানি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৩: ২৬

নারী ইউরোর শেষ চারে জায়গা করে নিয়েছে জার্মানি। নাটকীয়তায় ভরা কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৬-৫ গোলে হারিয়েছে জার্মান মেয়েরা। তাদের এই জয়ের নায়ক ক্যান্সার থেকে বেঁচে ফেরা অ্যান ক্যাথরিন বার্গার। টাইব্রেকারে ফ্রান্সের দুটি শট ঠেকিয়ে দেন এই গোলরক্ষক।

সুইজারল্যান্ডের জ্যাকব পার্কে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। তাই খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ফ্রান্সের আমেল মাজরির নেওয়া প্রথম শট ঠেকিয়ে দেন বার্গার। জার্মানির হয়ে তৃতীয় শট নিতে এসে পোস্টে মারেন সারা ডেব্রিটজ। সমতায় ফেরে ফ্রান্স। তবে তাদের সপ্তম শট ঠেকিয়ে জার্মানির জয় নিশ্চিত করেন বার্গার। জার্মানদের হয়ে পঞ্চম শটে গোলও করেন তিনি। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই গোলরক্ষক।

বিজ্ঞাপন

এর আগে ১৩ মিনিটে ফ্রান্সের গ্রিজ এমবক বাতির চুল টেনে ধরে সরাসরি লাল কার্ড দেখেন জার্মানির ডিফেন্ডার ক্যাথরিন হেন্ডরিচ। স্পট কিক থেকে গোল করেন ফরাসিদের এগিয়ে নেন গ্রেস গেইয়োরো। একজন কম নিয়ে খেললেও ম্যাচে ফিরতে বেশি সময় লাগেনি জার্মানির। ক্লারা বিউলের কর্নার থেকে দারুণ এক হেডে জালে বল জড়ান সিওকে নুস্কেন।

ম্যাচে অফসাইডের কারণে ফ্রান্সের দুটি গোল বাতিল হয়। বিরতির পর এগিয়ে যাওয়ার সহজ সুযোগ হাতছাড়া করে জার্মানি। নুস্কেনের নেওয়া পেনাল্টি আটকে দেন ফ্রান্সের গোলরক্ষক পলিন পেইরো ম্যাগনিন। ম্যাচের বাকি সময়েও দুই দলের ফরওয়ার্ডরা প্রতিপক্ষের গোলমুখে ব্যর্থ হন।

ফাইনালের মিশনে আগামী বৃহস্পতিবার স্পেনের বিপক্ষে মাঠে নামবে জার্মানির মেয়েরা।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত