স্পোর্টস ডেস্ক
নারী ইউরোর শেষ চারে জায়গা করে নিয়েছে জার্মানি। নাটকীয়তায় ভরা কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৬-৫ গোলে হারিয়েছে জার্মান মেয়েরা। তাদের এই জয়ের নায়ক ক্যান্সার থেকে বেঁচে ফেরা অ্যান ক্যাথরিন বার্গার। টাইব্রেকারে ফ্রান্সের দুটি শট ঠেকিয়ে দেন এই গোলরক্ষক।
সুইজারল্যান্ডের জ্যাকব পার্কে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। তাই খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ফ্রান্সের আমেল মাজরির নেওয়া প্রথম শট ঠেকিয়ে দেন বার্গার। জার্মানির হয়ে তৃতীয় শট নিতে এসে পোস্টে মারেন সারা ডেব্রিটজ। সমতায় ফেরে ফ্রান্স। তবে তাদের সপ্তম শট ঠেকিয়ে জার্মানির জয় নিশ্চিত করেন বার্গার। জার্মানদের হয়ে পঞ্চম শটে গোলও করেন তিনি। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই গোলরক্ষক।
এর আগে ১৩ মিনিটে ফ্রান্সের গ্রিজ এমবক বাতির চুল টেনে ধরে সরাসরি লাল কার্ড দেখেন জার্মানির ডিফেন্ডার ক্যাথরিন হেন্ডরিচ। স্পট কিক থেকে গোল করেন ফরাসিদের এগিয়ে নেন গ্রেস গেইয়োরো। একজন কম নিয়ে খেললেও ম্যাচে ফিরতে বেশি সময় লাগেনি জার্মানির। ক্লারা বিউলের কর্নার থেকে দারুণ এক হেডে জালে বল জড়ান সিওকে নুস্কেন।
ম্যাচে অফসাইডের কারণে ফ্রান্সের দুটি গোল বাতিল হয়। বিরতির পর এগিয়ে যাওয়ার সহজ সুযোগ হাতছাড়া করে জার্মানি। নুস্কেনের নেওয়া পেনাল্টি আটকে দেন ফ্রান্সের গোলরক্ষক পলিন পেইরো ম্যাগনিন। ম্যাচের বাকি সময়েও দুই দলের ফরওয়ার্ডরা প্রতিপক্ষের গোলমুখে ব্যর্থ হন।
ফাইনালের মিশনে আগামী বৃহস্পতিবার স্পেনের বিপক্ষে মাঠে নামবে জার্মানির মেয়েরা।
নারী ইউরোর শেষ চারে জায়গা করে নিয়েছে জার্মানি। নাটকীয়তায় ভরা কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৬-৫ গোলে হারিয়েছে জার্মান মেয়েরা। তাদের এই জয়ের নায়ক ক্যান্সার থেকে বেঁচে ফেরা অ্যান ক্যাথরিন বার্গার। টাইব্রেকারে ফ্রান্সের দুটি শট ঠেকিয়ে দেন এই গোলরক্ষক।
সুইজারল্যান্ডের জ্যাকব পার্কে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। তাই খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ফ্রান্সের আমেল মাজরির নেওয়া প্রথম শট ঠেকিয়ে দেন বার্গার। জার্মানির হয়ে তৃতীয় শট নিতে এসে পোস্টে মারেন সারা ডেব্রিটজ। সমতায় ফেরে ফ্রান্স। তবে তাদের সপ্তম শট ঠেকিয়ে জার্মানির জয় নিশ্চিত করেন বার্গার। জার্মানদের হয়ে পঞ্চম শটে গোলও করেন তিনি। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই গোলরক্ষক।
এর আগে ১৩ মিনিটে ফ্রান্সের গ্রিজ এমবক বাতির চুল টেনে ধরে সরাসরি লাল কার্ড দেখেন জার্মানির ডিফেন্ডার ক্যাথরিন হেন্ডরিচ। স্পট কিক থেকে গোল করেন ফরাসিদের এগিয়ে নেন গ্রেস গেইয়োরো। একজন কম নিয়ে খেললেও ম্যাচে ফিরতে বেশি সময় লাগেনি জার্মানির। ক্লারা বিউলের কর্নার থেকে দারুণ এক হেডে জালে বল জড়ান সিওকে নুস্কেন।
ম্যাচে অফসাইডের কারণে ফ্রান্সের দুটি গোল বাতিল হয়। বিরতির পর এগিয়ে যাওয়ার সহজ সুযোগ হাতছাড়া করে জার্মানি। নুস্কেনের নেওয়া পেনাল্টি আটকে দেন ফ্রান্সের গোলরক্ষক পলিন পেইরো ম্যাগনিন। ম্যাচের বাকি সময়েও দুই দলের ফরওয়ার্ডরা প্রতিপক্ষের গোলমুখে ব্যর্থ হন।
ফাইনালের মিশনে আগামী বৃহস্পতিবার স্পেনের বিপক্ষে মাঠে নামবে জার্মানির মেয়েরা।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
২ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
২ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
২ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৬ ঘণ্টা আগে