ইউএস ওপেন গলফ

লিড ধরে রেখেছেন বার্নস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০১: ৪২
স্যাম বার্নস

দুর্দান্ত খেলে যাচ্ছেন স্যাম বার্নস। ছন্দটা ধরে রেখে ইউএস ওপেন গলফের শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছেন তিনি। তৃতীয় রাউন্ড শেষে সব মিলিয়ে পারের চেয়ে ৪ শট কম খেলে লিডারবোর্ডে শীর্ষ স্থান অক্ষুণ্ণ রেখেছেন যুক্তরাষ্ট্রের এই গলফার। তৃতীয় দিনে ২৮ বছরের এ খেলোয়াড় পেয়েছেন তিনটি বার্ডি। তবে বোগি মেরেছেন দুটি। পেনসিলভানিয়ার ওকমন্ট কান্ট্রি ক্লাবে পারের চেয়ে এক শট কম খেলে (৬৯ শট) তৃতীয় রাউন্ড শেষ করেন বার্নস। বার্নসের স্কোর ছুঁয়ে ফেলেছিলেন জেজে স্পাউনও। কিন্তু দুর্ভাগ্য শেষ হোলে বোগি মেরে পিছিয়ে পড়েন স্পাউন। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৩ শট কম খেলে বার্নসের ঘাড়ে নিশ্বাস ফেলছেন এ মার্কিন গলফার। তিন রাউন্ড মিলিয়ে পারে চেয়ে ৩ শট কম খেলে স্পাউনের সঙ্গে রয়েছেন ২০১৩ মাস্টার্স চ্যাম্পিয়ন অ্যাডাম স্কট। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলেছেন অস্ট্রেলিয়ার এ গলফার।

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত