ইউএস ওপেন গলফ
স্পোর্টস ডেস্ক
দুর্দান্ত খেলে যাচ্ছেন স্যাম বার্নস। ছন্দটা ধরে রেখে ইউএস ওপেন গলফের শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছেন তিনি। তৃতীয় রাউন্ড শেষে সব মিলিয়ে পারের চেয়ে ৪ শট কম খেলে লিডারবোর্ডে শীর্ষ স্থান অক্ষুণ্ণ রেখেছেন যুক্তরাষ্ট্রের এই গলফার। তৃতীয় দিনে ২৮ বছরের এ খেলোয়াড় পেয়েছেন তিনটি বার্ডি। তবে বোগি মেরেছেন দুটি। পেনসিলভানিয়ার ওকমন্ট কান্ট্রি ক্লাবে পারের চেয়ে এক শট কম খেলে (৬৯ শট) তৃতীয় রাউন্ড শেষ করেন বার্নস। বার্নসের স্কোর ছুঁয়ে ফেলেছিলেন জেজে স্পাউনও। কিন্তু দুর্ভাগ্য শেষ হোলে বোগি মেরে পিছিয়ে পড়েন স্পাউন। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৩ শট কম খেলে বার্নসের ঘাড়ে নিশ্বাস ফেলছেন এ মার্কিন গলফার। তিন রাউন্ড মিলিয়ে পারে চেয়ে ৩ শট কম খেলে স্পাউনের সঙ্গে রয়েছেন ২০১৩ মাস্টার্স চ্যাম্পিয়ন অ্যাডাম স্কট। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলেছেন অস্ট্রেলিয়ার এ গলফার।
দুর্দান্ত খেলে যাচ্ছেন স্যাম বার্নস। ছন্দটা ধরে রেখে ইউএস ওপেন গলফের শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছেন তিনি। তৃতীয় রাউন্ড শেষে সব মিলিয়ে পারের চেয়ে ৪ শট কম খেলে লিডারবোর্ডে শীর্ষ স্থান অক্ষুণ্ণ রেখেছেন যুক্তরাষ্ট্রের এই গলফার। তৃতীয় দিনে ২৮ বছরের এ খেলোয়াড় পেয়েছেন তিনটি বার্ডি। তবে বোগি মেরেছেন দুটি। পেনসিলভানিয়ার ওকমন্ট কান্ট্রি ক্লাবে পারের চেয়ে এক শট কম খেলে (৬৯ শট) তৃতীয় রাউন্ড শেষ করেন বার্নস। বার্নসের স্কোর ছুঁয়ে ফেলেছিলেন জেজে স্পাউনও। কিন্তু দুর্ভাগ্য শেষ হোলে বোগি মেরে পিছিয়ে পড়েন স্পাউন। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৩ শট কম খেলে বার্নসের ঘাড়ে নিশ্বাস ফেলছেন এ মার্কিন গলফার। তিন রাউন্ড মিলিয়ে পারে চেয়ে ৩ শট কম খেলে স্পাউনের সঙ্গে রয়েছেন ২০১৩ মাস্টার্স চ্যাম্পিয়ন অ্যাডাম স্কট। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলেছেন অস্ট্রেলিয়ার এ গলফার।
সাম্প্রতিক সিরিজগুলোতে ফলাফল শুধু হতাশাজনকই নয়, বরং দলের ভেতরের কাঠামোগত দুর্বলতাও প্রকট হয়ে উঠছে। বিশেষ করে মিডল অর্ডারের ব্যর্থতা বারবার দলকে ডোবাচ্ছে। অভিজ্ঞতা ও স্থিতির অভাব, একাধিক ব্যাটারের ফর্মহীনতা, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ইনিংস সাজাতে না পারার ব্যর্থতা এবং চাপের মুহূর্তে সিদ্ধান্তহীন
৩৬ মিনিট আগেবিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ হিসেবে অনেক আগেই নিজেদের অবস্থান জানান দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চার-ছক্কার মতো অর্থের ঝনঝনানি থাকায় বিভিন্ন দেশের ক্রিকেটার ও সমর্থকদের নজরে থাকে টুর্নামেন্টটি।
৭ ঘণ্টা আগেবৈশ্বিক আসর থেকে দ্বিপাক্ষিক সিরিজÑচিত্রনাট্য যেন একই। বাংলাদেশে ক্রিকেট দলের বাজে পারফরম্যান্স। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারে ক্রিকেটারদের সমালোচনায় মেতেছেন ক্রীড়াপ্রেমীরা। ধীরে ধীরে ক্রিকেটে আগ্রহ যেন হারিয়ে ফেলছেন ভক্ত-সমর্থকরা। দেশের ক্রিকেটের অবনতির কারণ কী?
৮ ঘণ্টা আগে