তাইজুলের উন্নতি, মুশফিক-শান্তর অবনতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০২: ০০

কলম্বো টেস্টে ইনিংস ও ৭৮ রানে হেরেছে বাংলাদেশ। দল হারলেও বল হাতে আলো ছড়িয়েছেন তাইজুল ইসলাম। ১৩১ রানে নেন ৫ উইকেট। তাতেই আইসিসির টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তিনি। দুই ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার।

তাইজুল উন্নতি করলেও ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত’র। ৫ ধাপ পিছিয়ে বর্তমানে ৩৪ নম্বরে আছেন শান্ত। কলম্বো টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৮ ও ১৯ রান করেন তিনি। অন্যদিকে মুশফিুকের ব্যাট থেকে আসে ৩৫ ও ২৬ রান। এক ধাপ পিছিয়ে ২৯ নম্বরে আছেন সাবেক অধিনায়ক।

বিজ্ঞাপন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত