চাকরি হারালেন মরিনহো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৫: ৩৮

উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ফেনেরবাচে। এই ব্যর্থতার জেরে প্রধান কোচ জোসে মরিনহোকে বরখাস্ত করল তুর্কি ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগের প্লে অফে বেনফিকার কাছে হেরেছে ফেনেরবাচে। প্রথম লেগে ঘরের মাঠে পর্তুগিজ ক্লাবটির সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। দ্বিতীয় লেগে এস্তাদিও দ্য লুজ থেকে ১-০ গোলের হার নিয়ে ফেরে ফেনেরবাচে। তাতেই ইউরোপের শীর্ষ লিগে খেলার সুযোগ হাতছাড়া করে ক্লাবটি।

বিজ্ঞাপন

গত মৌসুমের গ্রীষ্মে মরিনহোকে দলে ভেড়ায় ফেনেরবাচে। প্রথম মৌসুমে দ্য স্পেশাল ওয়ানের হাত ধরে কোনো শিরোপা জিততে পারেনি তুর্কি জায়ান্টরা। এই কোচের অধীনে তুর্কি সুপার লিগে রানার্সআপ হয় ফেনেরবাচে। তুর্কি কাপে তাদের যাত্রা থামে শেষ আটে। অন্যদিকে ইউরোপা লিগের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নেয় ফেনেরবাচে।

খালি হাতে মৌসুম শেষ করলেও কোনো সমস্যা ছিল না মরিনহোর জন্য। কিন্তু চ্যাম্পিয়নস লিগের প্লে অফ থেকে নিজেদের বিদায় নেওয়াটা মেনে নিতে পারেনি ফেনেরবাচে। তাই দায়িত্ব নেওয়ার এক বছরের সামান্য বেশিদিন সময়ের মধ্যেই মরিনহোকে চাকরিচ্যুত করল তারা।

ফেনেরবাচেতে যোগ দেওয়ার কয়েক মাস আগে মরিনহোকে বরখাস্ত করে রোমা। বেনফিকা দিয়ে ২০০০ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন ৬২ বছর বয়সী মরিনহো। বর্নাঢ্য ক্যারিয়ারে চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম হটস্পারের মতো ইউরোপ সেরা ক্লাবের ডাগআউটে বসেছেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত