স্পোর্টস ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ফেনেরবাচে। এই ব্যর্থতার জেরে প্রধান কোচ জোসে মরিনহোকে বরখাস্ত করল তুর্কি ক্লাবটি।
চ্যাম্পিয়নস লিগের প্লে অফে বেনফিকার কাছে হেরেছে ফেনেরবাচে। প্রথম লেগে ঘরের মাঠে পর্তুগিজ ক্লাবটির সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। দ্বিতীয় লেগে এস্তাদিও দ্য লুজ থেকে ১-০ গোলের হার নিয়ে ফেরে ফেনেরবাচে। তাতেই ইউরোপের শীর্ষ লিগে খেলার সুযোগ হাতছাড়া করে ক্লাবটি।
গত মৌসুমের গ্রীষ্মে মরিনহোকে দলে ভেড়ায় ফেনেরবাচে। প্রথম মৌসুমে দ্য স্পেশাল ওয়ানের হাত ধরে কোনো শিরোপা জিততে পারেনি তুর্কি জায়ান্টরা। এই কোচের অধীনে তুর্কি সুপার লিগে রানার্সআপ হয় ফেনেরবাচে। তুর্কি কাপে তাদের যাত্রা থামে শেষ আটে। অন্যদিকে ইউরোপা লিগের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নেয় ফেনেরবাচে।
খালি হাতে মৌসুম শেষ করলেও কোনো সমস্যা ছিল না মরিনহোর জন্য। কিন্তু চ্যাম্পিয়নস লিগের প্লে অফ থেকে নিজেদের বিদায় নেওয়াটা মেনে নিতে পারেনি ফেনেরবাচে। তাই দায়িত্ব নেওয়ার এক বছরের সামান্য বেশিদিন সময়ের মধ্যেই মরিনহোকে চাকরিচ্যুত করল তারা।
ফেনেরবাচেতে যোগ দেওয়ার কয়েক মাস আগে মরিনহোকে বরখাস্ত করে রোমা। বেনফিকা দিয়ে ২০০০ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন ৬২ বছর বয়সী মরিনহো। বর্নাঢ্য ক্যারিয়ারে চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম হটস্পারের মতো ইউরোপ সেরা ক্লাবের ডাগআউটে বসেছেন তিনি।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ফেনেরবাচে। এই ব্যর্থতার জেরে প্রধান কোচ জোসে মরিনহোকে বরখাস্ত করল তুর্কি ক্লাবটি।
চ্যাম্পিয়নস লিগের প্লে অফে বেনফিকার কাছে হেরেছে ফেনেরবাচে। প্রথম লেগে ঘরের মাঠে পর্তুগিজ ক্লাবটির সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। দ্বিতীয় লেগে এস্তাদিও দ্য লুজ থেকে ১-০ গোলের হার নিয়ে ফেরে ফেনেরবাচে। তাতেই ইউরোপের শীর্ষ লিগে খেলার সুযোগ হাতছাড়া করে ক্লাবটি।
গত মৌসুমের গ্রীষ্মে মরিনহোকে দলে ভেড়ায় ফেনেরবাচে। প্রথম মৌসুমে দ্য স্পেশাল ওয়ানের হাত ধরে কোনো শিরোপা জিততে পারেনি তুর্কি জায়ান্টরা। এই কোচের অধীনে তুর্কি সুপার লিগে রানার্সআপ হয় ফেনেরবাচে। তুর্কি কাপে তাদের যাত্রা থামে শেষ আটে। অন্যদিকে ইউরোপা লিগের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নেয় ফেনেরবাচে।
খালি হাতে মৌসুম শেষ করলেও কোনো সমস্যা ছিল না মরিনহোর জন্য। কিন্তু চ্যাম্পিয়নস লিগের প্লে অফ থেকে নিজেদের বিদায় নেওয়াটা মেনে নিতে পারেনি ফেনেরবাচে। তাই দায়িত্ব নেওয়ার এক বছরের সামান্য বেশিদিন সময়ের মধ্যেই মরিনহোকে চাকরিচ্যুত করল তারা।
ফেনেরবাচেতে যোগ দেওয়ার কয়েক মাস আগে মরিনহোকে বরখাস্ত করে রোমা। বেনফিকা দিয়ে ২০০০ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন ৬২ বছর বয়সী মরিনহো। বর্নাঢ্য ক্যারিয়ারে চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম হটস্পারের মতো ইউরোপ সেরা ক্লাবের ডাগআউটে বসেছেন তিনি।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৯ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
১০ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে