মনে করেন তামিম

তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলতে কিছু নেই

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৫০

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত। তার বড় প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ানসহ আরও বেশকিছু গ্রুপ। পছন্দের ক্রিকেটারের জন্য সব সময় এসব গ্রুপের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে। যেটা দেশের ক্রিকেটের জন্য ক্ষতির কারণ বলে মনে করেন তামিম ইকবাল। এই বাঁহাতি ব্যাটারের পরামর্শ, দেশের ক্রিকেটের ভালোর জন্য এসব গ্রুপ থাকা উচিত নয়।

ফরচুন বরিশালকে দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জেতানোর পর সমর্থকদের উদ্দেশ্যে তামিম বলেন, ‘তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলতে কিছূ নেই। সমর্থক বলতে একমাত্র বাংলাদেশের সমর্থক। এসব জিনিস বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে। দয়া করা আপনারা এসব বন্ধ করুন। আপনারাআম আপার, সাকিব মাশরাফি কিংবা অন্য কারও ভক্ত হতে পারেন। আমরা সবাই একজন বাংলাদেশি হিসেবে খেলি। এসব বন্ধ করুন। এসব তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। সবার জন্য এটাই শেষ বার্তা আমার। দিনশেষে আমরা সবাই বাংলাদেশি। এর বাইরে কিছু না। সবাই দলকে সমর্থন করুন।’

বিজ্ঞাপন

তামিমের জন্য বাংলাদেশ দল এখন অতীত। বিপিএলের ১১তম আসর চলাকালীন আরও একবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে খেলেছেন দেশের জার্সিতে। সব সময় চাইতেন, ফর্মে থাকা অবস্থায় অবসরে যাবেন। তামিম করে দেখিয়েছেন সেটাই। যেটা তার জন্য অনেক বড় তৃপ্তিদায়ক বটে।

এই প্রসঙ্গে তামিম বলেন, ‘সব সময় আমার শতভাগ বিশ্বাস ছিল। আমি এখনও বিশ্বাস করি ক্রিকেটে অনেক কিছু দেওয়ার আছে আমার। আন্তর্জাতিক ক্রিকেটেও অনেক কিছু দেওয়ার আছে। যদিও সবকিছুর একটা সময় থাকে। যখন আমি ক্রিকেট খেলা শুরু করলাম……আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম। তখন আমি আল্লাহ’র কাছে একটা বিষয়ে দোয়া করতাম। আমি যেন এমন একটা সময় ক্রিকেটটা ছাড়ি যখন মানুষ এসে আমাকে বলবে-তুই চাইলে আরেক বছর খেলতে পারতি, আরও দেড় বছর খেলতে পারতি। আমি সব সময় এটাই চাইতাম।’

আন্তর্জাতিক ক্রিকেটের ৩ সংস্করণে সব মিলিয়ে ৩৯১ ম্যাচ খেলেন তামিম। ব্যাট হাতে করেন ১৫ হাজার ২৪৯ রান। ২৫টি সেঞ্চুরি আছে তার নামের পাশে। পূর্বনির্ধাররিত ঘোষণা অনুযায়ী, বিপিএলের ফাইনালের পর তামিমকে সম্মাননা দেয় বিসিবি। সেই অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়াতে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন তিনি।

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত