স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ঝড় তোলেন মিচেল ওয়েন। তাই ওয়ানডেতে তার ওপর ভরসা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচকরা। এই তরুণ প্রতিভাবান ক্রিকেটারকে রেখেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে অজিরা। সেই সঙ্গে টি-টোয়েন্টিতেও জায়গা ধরে রেখেছেন ওয়েন।
বিগ ব্যাশ ও মেজর লিগ ক্রিকেটে (এমএলএস) দারুণ ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ডাক পান ওয়েন। ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দিয়েছেন ২৩ বছর বয়সী ক্রিকেটার। ৫ টি-টোয়েন্টির ৪ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন ১২৫ রান। স্ট্রাইকরেট ১৯২.৩০। ছক্কা মেরেছেন ১২টি।
অভিষেক ম্যাচেই খেলেন ২৭ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস। এছাড়া বল হাতে নেন এক উইকেট। জেতেন ম্যাচসেরার পুরস্কার। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৭ বলে ৩৭ রান করেন ওয়েন। মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংয়েও বেশ কার্যকরী তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। কুড়ি ওভারের ম্যাচগুলো হবে ১০, ১২ ও ১৬ আগস্ট। এরপর ১৯, ২২ ও ২৪ আগস্ট একদিনের সিরিজের ম্যাচগুলোতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, বেন দারসুইস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশান, ল্যান্স মরিস, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, বেন দারসুইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ঝড় তোলেন মিচেল ওয়েন। তাই ওয়ানডেতে তার ওপর ভরসা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচকরা। এই তরুণ প্রতিভাবান ক্রিকেটারকে রেখেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে অজিরা। সেই সঙ্গে টি-টোয়েন্টিতেও জায়গা ধরে রেখেছেন ওয়েন।
বিগ ব্যাশ ও মেজর লিগ ক্রিকেটে (এমএলএস) দারুণ ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ডাক পান ওয়েন। ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দিয়েছেন ২৩ বছর বয়সী ক্রিকেটার। ৫ টি-টোয়েন্টির ৪ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন ১২৫ রান। স্ট্রাইকরেট ১৯২.৩০। ছক্কা মেরেছেন ১২টি।
অভিষেক ম্যাচেই খেলেন ২৭ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস। এছাড়া বল হাতে নেন এক উইকেট। জেতেন ম্যাচসেরার পুরস্কার। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৭ বলে ৩৭ রান করেন ওয়েন। মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংয়েও বেশ কার্যকরী তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। কুড়ি ওভারের ম্যাচগুলো হবে ১০, ১২ ও ১৬ আগস্ট। এরপর ১৯, ২২ ও ২৪ আগস্ট একদিনের সিরিজের ম্যাচগুলোতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, বেন দারসুইস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশান, ল্যান্স মরিস, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, বেন দারসুইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে