আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহবান তামিমের

স্পোর্টস রিপোর্টার

খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহবান তামিমের
তামিম ইকবাল

বিসিবি নির্বাচন ঘিরে হয়েছে অনেক জলঘোলা। সেই প্রভাব পড়েছে ঢাকার ক্লাব ক্রিকেটে। প্রথম বিভাগ লিগে ২০ দলের ৮ টি খেলছে না। এমন কী দ্বিতীয় বিভাগ লিগের ২৪ দলের ১০ টি দল খেলবে না, এমন কথাই শোনা যাচ্ছে। বিসিবি নির্বাচন বয়কট করা ক্লাবগুলোই মূলত লিগে অংশ নিচ্ছে না। তাতে অনেক ক্রিকেটারই সুযোগ পাচ্ছেন না ঢাকার ক্লাব ক্রিকেটে খেলার। তাতে ক্ষতিগ্রস্থ হচ্ছে ক্রিকেট- এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি নির্বাচন বয়কট করা প্রার্থী তামিম ইকবাল। তিনি এক অডিও বার্তায় ক্লাবগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘সবচেয়ে বড় খারাপ যে জিনিসটা হইছে এখানে একটা নতুন প্র‍্যাক্টিস শুরু হয়ে গেল খেলা বন্ধ হয়ে যাওয়া। এটা কিন্তু প্লেয়ারদের জন্য, প্লেয়ারদের ফিউচারের জন্য কোন দিক থেকে ভালো না।’

তামিম সতর্ক করে বলেন, ‘একটা জিনিস মনে রাখবেন যে আজকে অন্যদের সাথে হচ্ছে কালকে কিন্তু আপনার সাথেও হবে বা তোমাদের সাথেও হবে।’ প্রথম বিভাগে ৮ দল না থাকায় প্রায় দেড়শ ক্রিকেটার ক্ষতিগ্রস্থ হচ্ছে জানিয়ে বলেন, ‘ফার্স্ট ডিভিশনের আটটা টিম খেলতেছে না। আটটা টিম না খেলা মানে হল ১৫০টা ক্রিকেটার। প্লাস সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন কোন শিওরিটি নাই। এটা যে প্রিমিয়ার লীগে গড়াবে না এটারও কোন শিওরিটি নাই।’

খেলোয়াড়দের জিম্মি না করে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, ‘এখন নিজেদের স্বার্থটার কথা চিন্তা না করে প্লেয়ারদের পাশে দাঁড়ান নাহলে আমাদের ভবিষ্যৎ সামনে কিন্তু খুব খারাপ।’ তিনি আরও যোগ করেন, ‘এখানে ব্যক্তির চিন্তাটা বাদ দিয়ে আপনারা ক্রিকেট প্লেয়ারদের চিন্তা করেন এটা আমার একটা রিকোয়েস্ট। কারণ না হলে ভবিষ্যৎ কিন্তু ওখানে ক্রিকেট বোর্ডে আমি আসি বা অন্য যেকোনো কে আসুক এই জিনিসটা কিন্তু সবসময় প্লেয়াররাই ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি যোগ করেন, ‘আমার একটাই ইন্টারেস্ট, খেলা হইতে হবে বাংলাদেশে। প্লাস ক্রিকেটাররা যেরকম কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত না হোক।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন