নতুন কমিটি ঘোষণা

শুটিং ফেডারেশনের সভাপতি জাহেদী, সাধারণ সম্পাদক আলেয়া

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১২: ৫৯

অবশেষে শুটিং ফেডারেশনের নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রীড়া পরিষদ (এনএসসি)। রেজাউল মাকছুদ জাহেদীকে সভাপতি ও আলেয়া ফেরদৌসকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি প্রকাশ করেছে সংস্থাটি।

সভাপতির দায়িত্ব পাওয়া জাহেদী বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌস ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব ছিলেন তিনি।

শুটিং ফেডারেশনের সহ সভাপতি হিসেবে রাখা হয়েছে রোমো রউফ চৌধুরী ও আব্দুস সালাম খান। যুগ্ম সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে জি এম হায়দারকে। কোষাধ্যক্ষ হিসেবে আছেন আহমেদ কবির।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে থাকছেন আবদুর হমান, সরোয়ার হোসেন, ইমরান চৌধুরী, তৈমুর ফারুক মুন্না, ইউসুফ মোহসিন, সিরাজুল ইসলাম বাবু, শাহেদ আহমেদ, মিটি দেওয়ান, আব্দুল্লাহ সালেহিন অয়ন, দাইয়ান নাফিস এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিকেএসপি থেকে একজন করে প্রতিনিধি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত