স্পোর্টস ডেস্ক
সময়ের সঙ্গে আধুনিক হচ্ছে ক্রিকেট। আর সেই সঙ্গে আবেদন বাড়ছে সংক্ষিপ্ত ফরম্যাটের। তাতে দীর্ঘতম ফরম্যাটের চাহিদাও কমে যাচ্ছে। টি-টোয়েন্টির এই যুগে ওয়ানডে ক্রিকেট জৌলুস হারিয়েছে বলে মনে করেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার হাইনরিখ ক্লাসেন। ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার মনে করেন, দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ বাতিল হওয়া উচিত। এর পরিবর্তে বাড়ানো উচিত টেস্ট ম্যাচের সংখ্যা।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাসেন বলেন, ‘আমার মনে হয়, ক্রিকেট ক্যালেন্ডারে যেটা পরিবর্তন আনা উচিত তা হলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজগুলো বাদ দেওয়া। তার বদলে বেশি বেশি টেস্ট ম্যাচ আয়োজন করা উচিত। যেসব দল টেস্ট খেলার সুযোগ কম পায় তাদের জন্য এটা ভালো হবে।’
আইসিসির শক্তিধর পরাশক্তি ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো সব সময়ই বেশি টেস্ট খেলে। এক্ষেত্রে পিছিয়ে থাকে বাংলাদেশ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার মতো দলগুলো। ক্লাসেনের দাবি, এই বৈষম্যের অবসান ঘটানোর পাশাপাশি টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বাড়ানো হোক। তিনি আরো বলেন, ‘টি-টোয়েন্টি ম্যাচ আরো বেশি হওয়া উচিত, কারণ মানুষ এটিই দেখতে চায়। ওয়ানডে বিশ্বকাপটা রাখা যেতে পারে, বিশ্বকাপের ঠিক আগের মাসে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে, যাতে সবাই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে পারে।’
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ক্লাসেনের। এরপর দক্ষিণ আফ্রিকার হয়ে ৬০ ওয়ানডে, ৫৮ টি-টোয়েন্টি আর ৭ টেস্টে মাঠে নেমেছেন। প্রোটিয়াদের হয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস খেলেছেন ক্লাসেন। চলতি বছরেই বিদায় জানিয়েছেন জাতীয় দলকে।
সময়ের সঙ্গে আধুনিক হচ্ছে ক্রিকেট। আর সেই সঙ্গে আবেদন বাড়ছে সংক্ষিপ্ত ফরম্যাটের। তাতে দীর্ঘতম ফরম্যাটের চাহিদাও কমে যাচ্ছে। টি-টোয়েন্টির এই যুগে ওয়ানডে ক্রিকেট জৌলুস হারিয়েছে বলে মনে করেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার হাইনরিখ ক্লাসেন। ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার মনে করেন, দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ বাতিল হওয়া উচিত। এর পরিবর্তে বাড়ানো উচিত টেস্ট ম্যাচের সংখ্যা।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাসেন বলেন, ‘আমার মনে হয়, ক্রিকেট ক্যালেন্ডারে যেটা পরিবর্তন আনা উচিত তা হলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজগুলো বাদ দেওয়া। তার বদলে বেশি বেশি টেস্ট ম্যাচ আয়োজন করা উচিত। যেসব দল টেস্ট খেলার সুযোগ কম পায় তাদের জন্য এটা ভালো হবে।’
আইসিসির শক্তিধর পরাশক্তি ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো সব সময়ই বেশি টেস্ট খেলে। এক্ষেত্রে পিছিয়ে থাকে বাংলাদেশ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার মতো দলগুলো। ক্লাসেনের দাবি, এই বৈষম্যের অবসান ঘটানোর পাশাপাশি টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বাড়ানো হোক। তিনি আরো বলেন, ‘টি-টোয়েন্টি ম্যাচ আরো বেশি হওয়া উচিত, কারণ মানুষ এটিই দেখতে চায়। ওয়ানডে বিশ্বকাপটা রাখা যেতে পারে, বিশ্বকাপের ঠিক আগের মাসে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে, যাতে সবাই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে পারে।’
২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ক্লাসেনের। এরপর দক্ষিণ আফ্রিকার হয়ে ৬০ ওয়ানডে, ৫৮ টি-টোয়েন্টি আর ৭ টেস্টে মাঠে নেমেছেন। প্রোটিয়াদের হয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস খেলেছেন ক্লাসেন। চলতি বছরেই বিদায় জানিয়েছেন জাতীয় দলকে।
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনশেষে সমানে সমান ইংল্যান্ড ও ভারত। এমন দিনে গতির ঝড় তুলে আলাদাভাবে নজর কেড়েছেন জোফরা আর্চার। করেছেন টেস্ট ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ গতির ওভার।
২৩ মিনিট আগেলর্ডসে টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলের ঘটনা। ইংল্যান্ডের সমান ৩৮৭ রানে অলআউট হয় ভারত। এরপর ব্যাট করতে নামে ইংলিশরা। দিনের খেলা যতটুকু বাকি ছিল তাতে মাঠে দুই ওভার গড়াতে পারতো।
১ ঘণ্টা আগে২০২৪ সালের জুনের পর আর নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলা হয়নি ডেভন কনওয়ের। অবশেষে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে লম্বা সময় পর এই সংস্করণের দলে ফিরলেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার।
২ ঘণ্টা আগেইউরোপের পাঁচটি ক্লাবে ১৮ বছর খেলে রোজারিও সেন্ট্রালে ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে গোদো ক্রুজের বিপক্ষে ম্যাচ দিয়ে শৈশবের ক্লাবটির হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু করেন এই উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার। রোজারিওতে তার প্রত্যাবর্তনটা হয়ে থাকল অম্লমধুর।
৩ ঘণ্টা আগে